খেলা
‘সাফল্যের জন্য ক্ষুধার্ত বার্সেলোনা’
স্পোর্টস ডেস্ক
৩ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবার
এক বছর আগের চিত্রটা ভিন্ন ছিল। স্প্যানিশ লা লিগায় সেরা চারে থাকতে ভুগতে হয় বার্সেলোনার। ইউরোপা লীগে অবনমন হওয়া দলটি ব্যর্থ হয় স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে’তে। ব্যর্থতার অধ্যায়ের ইতি টেনে বার্সা উড়ছে চলতি মৌসুমে। সুপারকাপে চ্যাম্পিয়ন হওয়া ব্লাউগ্রানারা পৌঁছে গেছে কোপা দেল রে’র সেমিফাইনালে। লা লিগার শিরোপা দৌড়েও বেশ এগিয়ে বার্সা। পয়েন্ট টেবিলের শীর্ষস্থানধারীরা দুইয়ে থাকা রিয়ালের চেয়ে এগিয়ে ৮ পয়েন্টে। ম্যাচ শেষে বার্সা কোচ জাভি বলেন, শিরোপা জিততে মুখিয়ে আছে তার দল। বুধবার রিয়াল বেতিসের মাঠে ২-১ গোলের জয় পায় বার্সেলোনা। ৬৫তম মিনিটে বার্সাকে লিড এনে দেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা।
বিজ্ঞাপন