ঢাকা, ১ এপ্রিল ২০২৩, শনিবার, ১৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ৯ রমজান ১৪৪৪ হিঃ

খেলা

‘সাফল্যের জন্য ক্ষুধার্ত বার্সেলোনা’

স্পোর্টস ডেস্ক
৩ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবারmzamin

এক বছর আগের চিত্রটা ভিন্ন ছিল। স্প্যানিশ লা লিগায় সেরা চারে থাকতে ভুগতে হয় বার্সেলোনার। ইউরোপা লীগে অবনমন হওয়া দলটি ব্যর্থ হয় স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে’তে। ব্যর্থতার অধ্যায়ের ইতি টেনে বার্সা উড়ছে চলতি মৌসুমে। সুপারকাপে চ্যাম্পিয়ন হওয়া ব্লাউগ্রানারা পৌঁছে গেছে কোপা দেল রে’র সেমিফাইনালে। লা লিগার শিরোপা দৌড়েও বেশ এগিয়ে বার্সা। পয়েন্ট টেবিলের শীর্ষস্থানধারীরা দুইয়ে থাকা রিয়ালের চেয়ে এগিয়ে ৮ পয়েন্টে। ম্যাচ শেষে বার্সা কোচ জাভি বলেন, শিরোপা জিততে মুখিয়ে আছে তার দল। বুধবার রিয়াল বেতিসের মাঠে ২-১ গোলের জয় পায় বার্সেলোনা। ৬৫তম মিনিটে বার্সাকে লিড এনে দেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা।

বিজ্ঞাপন
৮০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বার্সার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি। ৮৫তম মিনিটে আত্মঘাতী গোল করেন জুলস কুন্দে। এই জয়ে লা লিগা টেবিলে শীর্ষস্থান আরও মজবুত করলো বার্সেলোনা। ১৯ ম্যাচে ১৬ জয় ও ১ হারে ৫০ পয়েন্ট ব্লাউগ্রানাদের। ১৮ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। আজ রাতে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে লস ব্লাঙ্কোরা। সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিতব্য ম্যাচটিতে জয় পেলে বার্সার সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ থাকবে রিয়ালের। রিয়াল বেতিসকে হারিয়ে বার্সা কোচ জাভি হার্নান্দেজ বলেন, ‘পয়েন্ট টেবিলে আমরা এগিয়ে আছি। দ্বিতীয় স্থানে থাকা দলের চেয়ে ৮ পয়েন্ট বেশি আমাদের। যদিও তাদের হাতে একটি ম্যাচ আছে।’ জাভি বলেন, ‘আমরা ভালো করছি। কক্ষপথে রয়েছি। আমি দেখেছি, ছেলেরা প্রতিযোগিতাটিকে উপভোগ করছে। আমি দেখছি, তারা সাফল্যের জন্য ক্ষুধার্ত।’ দলের পারফরম্যান্সে খুশি জাভি। তিনি বলেন, ‘আমরা তাদের পায়ে বল দিইনি। বেতিসকে কোণঠাসা করে দিই। দলের লড়াকু মানসিকতায় আমি খুব খুশি। প্রতিপক্ষের অর্ধে লম্বা সময় দাপট দেখিয়েছি আমরা।’ জাভি বলেন, ‘এটা সত্য যে, শেষটায় তারা আমাদের খেলা কঠিন করে তুলেছিল। আনসু ফাতির হেডারে তৃতীয় গোল পেতে পারতাম আমরা। দুর্ভাগ্যবশত আত্মঘাতী গোল হজম করি। আমরা কঠিন একটি ভেন্যুতে দুর্দান্ত ম্যাচ খেললাম।’

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status