ভারত
দু'হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে চাকরিজীবী মধ্যবিত্তদের পর্যাপ্ত ছাড়
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৯ মাস আগে) ২ ফেব্রুয়ারি ২০২৩, বৃহস্পতিবার, ১১:৩১ পূর্বাহ্ন
দুহাজার চব্বিশের লোকসভা নির্বাচন এবং নটি রাজ্যের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দুহাজার উনিশের রাস্তায় হাঁটলেন। এবার কেন্দ্রীয় বাজেটে চাকরিজীবী মধ্যবিত্তদের আয়করে পর্যাপ্ত ছাড় দেওয়া হল যেমনটা দেওয়া হয়েছিল শেষবার দুহাজার উনিশের লোকসভা নির্বাচনের আগে। এবার করযোগ্য আয়ের ক্ষেত্রে রিবেট এর উর্ধ্বসীমা সাত লক্ষ টাকা করা হয়েছে আগে যা ছিল পাঁচ লক্ষ। আয়কর দেয়ার উর্ধ্বসীমা পঞ্চাশ হাজার টাকা বাড়িয়ে তিন লক্ষ করা হয়েছে। অর্থাৎ তিন লক্ষ টাকা আয় পর্যন্ত কোনও কর দিতে হবে না। তিন থেকে ছ লক্ষ যাদের আয় তাদের কর দিতে হবে পাঁচ শতাংশ হারে। ছয় থেকে নয় লক্ষ টাকা আয়ের মানুষ কর দেবে দশ শতাংশ হারে। নয় থেকে বারো লক্ষ টাকা আয়ে করের হার ১৫ শতাংশ। ১২ থেকে ১৫ লক্ষ টাকা আয়ে এই হার ২০ শতাংশ। ২০ লক্ষ টাকার বেশি আয়ে হার ৩০ শতাংশ।
মন্তব্য করুন
ভারত থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]