ঢাকা, ১৩ মে ২০২৫, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

সুপার ফোর মাতাবেন রাসেল-পোলার্ডরা

স্পোর্টস রিপোর্টার
২ ফেব্রুয়ারি ২০২৩, বৃহস্পতিবার
mzamin

নানা বিতর্ক মাথায় নিয়েই শুরু হয় প্রিমিয়ার ক্রিকেট লীগের নবম আসর। তবে মাঠের খেলায় খেলোয়াড়দের আগুনঝরা পারফরম্যান্সে অনেকটাই ভাটা পড়েছে সে তর্কে। সকল সমালোচনা পাশে ঠেলে খেলোয়াড়দের নজরকাড়া পারফরম্যান্সে জমে উঠেছে বাংলাদেশ বিপিএল। এরইমধ্যে শেষ হয়েছে সিলেট পর্ব। ঢাকায় শেষ পর্ব মাঠে গড়ানোর আগেই প্লে-অফ নিশ্চিত করেছে সিলেট স্ট্রাইকার্স, ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বাদ পড়ার শঙ্কায় তিনবারের চ্যাম্পিয়ন ঢাকা। এ ছাড়াও ৯ ম্যাচে মাত্র দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে তলানিতে থাকা চট্টগ্রামের প্লে-অফ পর্বে খেলার সমীকরণ অনেক কঠিন। তাদের জিততে হবে শেষ তিন ম্যাচে আর রংপুর ও ঢাকা ও খুলনাকে হারতে হবে সবগুলো ম্যাচ। আজ বিপিএলের শেষ পর্ব শুরু হচ্ছে ঢাকায়। মিরপুর শেরেবাংলা মাঠে ফরচুন বরিশালের মুখোমুখি হচ্ছে খুলনা টাইগার্স। দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। এ ছাড়াও দিনের আরেক ম্যাচে ডমিনেটরসের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। অন্যদিকে ঢাকা থেকে শুরু করে সিলেট পর্যন্ত ২২ গজের স্পোর্টিং উইকেটে ব্যাট হাতে ছড়ি ঘুরিয়েছে বাংলাদেশিরা। ১০ ম্যাচে ৩৫৬ রান নিয়ে সবার উপরে সিলেট ওপেনার নাজমুল হোসেন শান্ত। সমান ম্যাচে ১৬ রান কম নিয়ে দুই নম্বরে নাসির। ৩১১ রানে নিয়ে তিনে সাকিব। তামিম আছে তালিকার চার নম্বরে। বোলিংয়ে দাপট পাকিস্তানিদের। ১০ ম্যাচে ১৩ শিকারে সবার উপরে মোহাম্মদ আমির। সমান উইকেট ওয়াহাব রিয়াজের। খুব বেশি পিছিয়ে নেই মাশরাফি। এক উইকেট কম নিয়ে তিন নম্বরে আছেন তিনি। ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানের পাশাপাশি প্লে-অফও সবার আগেই নিশ্চিত করেছে মাশরাফির নেতৃত্বে আসরজুড়ে চমক দেখানো সিলেট। তাদের সঙ্গী হয়েছে সাকিবের বরিশাল ও ইমরুলের কুমিল্লা। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তালিকার চারে রংপুর। পরবর্তী ক্রম ঢাকা, খুলনা ও চট্টগ্রাম। পাকিস্তান সুপার লীগ শুরু হওয়ায় রিজওয়ান-আমিরদের মিস করবে ফ্রাঞ্চাইজিগুলো। তবে সুপার ফোরে মাঠ মাতাতে আসছেন রাসেল, পোলার্ড, নারিন ও মঈন আলীর মতো তারকারা। পয়েন্ট সমান হলেও রানরেটে এগিয়ে তালিকার শীর্ষে চলে এসেছিল সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। তবে তাদের সেখানে শক্ত হয়ে বসতে দেয়নি মাশরাফি বিন মুর্তজার সিলেট স্ট্রাইকার্স। ফের তারা দখলে নিয়েছে শীর্ষস্থান। 
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status