খেলা
সুপার ফোর মাতাবেন রাসেল-পোলার্ডরা
স্পোর্টস রিপোর্টার
২ ফেব্রুয়ারি ২০২৩, বৃহস্পতিবার
নানা বিতর্ক মাথায় নিয়েই শুরু হয় প্রিমিয়ার ক্রিকেট লীগের নবম আসর। তবে মাঠের খেলায় খেলোয়াড়দের আগুনঝরা পারফরম্যান্সে অনেকটাই ভাটা পড়েছে সে তর্কে। সকল সমালোচনা পাশে ঠেলে খেলোয়াড়দের নজরকাড়া পারফরম্যান্সে জমে উঠেছে বাংলাদেশ বিপিএল। এরইমধ্যে শেষ হয়েছে সিলেট পর্ব। ঢাকায় শেষ পর্ব মাঠে গড়ানোর আগেই প্লে-অফ নিশ্চিত করেছে সিলেট স্ট্রাইকার্স, ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বাদ পড়ার শঙ্কায় তিনবারের চ্যাম্পিয়ন ঢাকা। এ ছাড়াও ৯ ম্যাচে মাত্র দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে তলানিতে থাকা চট্টগ্রামের প্লে-অফ পর্বে খেলার সমীকরণ অনেক কঠিন। তাদের জিততে হবে শেষ তিন ম্যাচে আর রংপুর ও ঢাকা ও খুলনাকে হারতে হবে সবগুলো ম্যাচ। আজ বিপিএলের শেষ পর্ব শুরু হচ্ছে ঢাকায়। মিরপুর শেরেবাংলা মাঠে ফরচুন বরিশালের মুখোমুখি হচ্ছে খুলনা টাইগার্স।