ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

ইউক্রেনকে ২০০ কোটি ডলারের সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র!

মানবজমিন ডেস্ক
২ ফেব্রুয়ারি ২০২৩, বৃহস্পতিবার
mzamin

ইউক্রেনকে কমপক্ষে ২০০ কোটি ডলার মূল্যের সামরিক সহায়তা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। এর মধ্যে প্রথমবারের মতো তাদেরকে দেয়া হতে পারে দূরপাল্লার রকেট। আছে অন্যান্য সামরিক রশদ ও অস্ত্রশস্ত্র। এ পরিকল্পনার বিষয়ে জানেন এমন মার্কিন দু’জন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এই পরিকল্পনা এ সপ্তাহেই ঘোষণা করা হতে পারে বলে বুধবার জানিয়েছেন ওই কর্মকর্তারা। তারা বলেছেন, এর মধ্যে থাকবে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, নির্ভুল নির্দেশিত অস্ত্র এবং ট্যাংকবিধ্বংসী জাভেলিন অস্ত্রশস্ত্র। একজন কর্মকর্তা বলেছেন, এই প্যাকেজের একটিতে থাকতে পারে ১৭২ কোটি ৫০ লাখ ডলারের অস্ত্রশস্ত্র। ইউক্রেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ইনিশিয়েটিভ (ইউএসএআই) ফান্ড থেকে এই অস্ত্র সরবরাহ দেয়া হবে। ইউএসএআই’র অধীনে যুক্তরাষ্ট্রের স্টক থেকে নয়, বিভিন্ন কারখানা থেকে অস্ত্র পাওয়ার অধিকার রাখে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এই ফান্ড ব্যবহার করে নতুন গ্রাউন্ড লঞ্চড স্মল ডায়ামিটার বোম্ব (জিএলএসডিবি) কেনা যাবে।

বিজ্ঞাপন
এই বোমার রেঞ্জ ১৫০ কিলোমিটার বা ৯৪ মাইল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের কাছে চেয়েছিলেন ৩০০ কিলোমিটার বা ১৮৫ মাইল পাল্লার এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র। কিন্তু সে অনুরোধ প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। আল-জাজিরার খবরে বলা হয়েছে, যেসব লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে না ইউক্রেন এমন টার্গেটে হামলা চালাতে সহায়ক হবে জিএলএসডিবি বোমা। এই অস্ত্র ব্যবহার করে রাশিয়াকে সামনে অগ্রসর হওয়ার জবাব দেয়া যাবে। জিপিএস ব্যবহার করে জিএলএসডিবি পরিচালনা করা হয়। ফলে তা কিছু ইলেকট্রিক জ্যামকে পরাজিত করতে পারবে। যেকোনো আবহাওয়ায় এই অস্ত্র ব্যবহার করা যাবে। সাঁজোয়া যানের বিরুদ্ধে এটা ব্যবহার করা যেতে পারে বলে জানিয়েছে সুইডেনভিত্তিক কোম্পানি এসএএবি। জিবিইউ-৩৯ বোমা বহন করে নেবে জিএলএসডিবি। এর আছে ছোট, ভাঁজ করা পাখা। কোনো বিমান থেকে একে ফেলে দিলে এই পাখার ওপর ভর করে এই বোমা পাড়ি দিতে পারবে কমপক্ষে ১০০ কিলোমিটার। একই সঙ্গে যেসব লক্ষ্যবস্তুর ব্যাস এক মিটার তাকেও সে টার্গেট করতে পারবে।

 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status