ভারত
আর্থিক সমীক্ষা সংসদে পেশ, বাজেট অধিবেশনে তুলতে দেয়া হলো না আদানি কিংবা তথ্যচিত্রের বিষয়
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ মাস আগে) ৩১ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার, ৬:২৮ অপরাহ্ন

ভারতের কেন্দ্রীয় বাজেট পেশ হচ্ছে কাল বুধবার। তার আগে আজ মঙ্গলবার সংসদে বাজেট অধিবেশন শুরু হলে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অর্থনৈতিক সমীক্ষা প্রকাশ করেন। তিন বছরের মধ্যে সব থেকে কম বৃদ্ধি দেখানো হয়েছে এই সমীক্ষায়। ২০২১-২২ সালে যেখানে আর্থিক বৃদ্ধির পরিমান ছিল ৮.৭, ২০২২-২৩ এ বৃদ্ধি যেখানে ছিল সাত শতাংশ সেখানে ২০২৩-২৪ বৃদ্ধি দেখানো হয়েছে ৬ শতাংশ থেকে শুরু করে ৬.৮ শতাংশ।
আর্থিক সমীক্ষায় বাস্তব বৃদ্ধি দেখানো হয়েছে ৬.৫ শতাংশ। তবে, এ সত্ত্বেও ভারত যে দ্রুত সম্প্রসারণশীল অর্থনীতি হয়ে উঠছে তা জানিয়ে বলা হয়েছে যে, দেশের জিডিপি ১১ শতাংশে পৌঁছাতে পারে এই অর্থবছরে। এদিন বাজেট অধিবেশনে আদানি অথবা বিবিসির তথ্যচিত্র নিয়ে কোনও আলোচনা হয়নি। বিরোধীদের দাবি সত্ত্বেও বিষয়দুটি আলোচ্য সূচিতে না রাখায় বুধবারের বাজেট পেশের সময় এই দুই বিষয় নিয়ে তপ্ত হতে পারে সংসদ।
যেহেতু ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে মোদি সরকারের এটি শেষ পূর্ণাঙ্গ বাজেট, তাই এই বাজেট রাজনৈতিক হওয়ার সম্ভাবনা বেশি। আয়করে নতুন স্ল্যাব নির্ধারিত হতে পারে বলে জানা গেছে।