বাংলারজমিন
মির্জাপুরে পৃথক দুর্ঘটনায় নিহত ২
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২৩, মঙ্গলবারটাঙ্গাইলের মির্জাপুরে পৃথক ঘটনায় দুই নারী-পুরুষের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল ভোর ৩টা ও সকালের দিকে এ দুটি ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, গতকাল ভোর ৩টার দিকে মির্জাপুর রেলক্রসিং এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়। তবে রেলওয়ের পক্ষ থেকে লাশটি উদ্ধারের আগ পর্যন্ত নিহত ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি এবং তার খোঁজে কেউ আসেননি বলে জানান মির্জাপুর রেলওয়ের স্টেশন মাস্টার কামরুল হাসান। অপরদিকে, ভোরে প্রাতঃভ্রমণ কালে সিএনজি চাপায় নাছিমা খাতুন নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয় বলে জানা গেছে। উপজেলার বানাইল ইউনিয়নের পাঁচচামারী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ওই গৃহবধূর নাম নাছিমা খাতুন। তিনি ওই এলাকার ধলা মিয়ার স্ত্রী। ওই ঘটনায় আরও একজন নারী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে স্থানীয়রা জানান। নিহত নাছিমা খাতুনের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন মির্জাপুর থানার উপ-পরিদর্শক মজিবর রহমান।