বাংলারজমিন
খোয়াই নদীতে বালুখেকোরা সক্রিয়
শাহ্ মোস্তফা কামাল, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) থেকে
৩১ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুরে নিয়মনীতির তোয়াক্কা না করে খোয়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের হিড়িক পড়েছে। নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় হুমকির মুখে পড়েছে নদী রক্ষা বাঁধ ও ফসলি জমি। প্রশাসনের নজরদারি উপেক্ষা করে কয়েকটি স্থানে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হলেও যেন দেখার কেউ নেই। এতে আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে ঝুঁকির মধ্যে রয়েছেন এলাকাবাসী। সরজমিন দেখা যায়, নদী তীরবর্তী সুদিয়াখলা, আলাপুর ও চরহামুয়া নামক স্থানে নদীতে কোনো চর না থাকলেও ড্রেজার মেশিনের সাহায্যে বালু উত্তোলন ও বিক্রি করা হচ্ছে। নদী থেকে বালু উত্তোলনের বিষয়ে নিষেধাজ্ঞা থাকলেও ইজারাদাররা তা মানছেন না। বাঁধের কাছ থেকে বালু এত্তালন করার কারণে ঝুঁকির মুখে পড়েছে নদী রক্ষা বাঁধ। আলাপুর গ্রামের জনৈক বাসিন্দা জানান, নদী থেকে বালু উত্তোলন করার কারণে বন্যায় নদীর বাঁধ ভাঙার আশঙ্কা বৃদ্ধি পায়, আর বালু পরিবহনের গাড়ি রাস্তা দিয়ে চলাচলের কারণে রাস্তায় অনেক খানাখন্দের সৃষ্টি হয়েছে। রাস্তা ভেঙে যাওয়ার ফলে অনেক ধুলাবালির সৃষ্টি হয়েছে। যার কারণে যাতায়াতে অসুবিধা হচ্ছে এলাকাবাসীর।