বাংলারজমিন
হাওরে ফসল কর্তন সমাপনী আনন্দ উৎসব উদযাপন
এম.এ রাজ্জাক, সুনামগঞ্জ থেকে
১৪ মে ২০২৫, বুধবারসুনামগঞ্জে এবারের অতি বৃষ্টি, ঝড়, পাহাড়ি ঢল এবং অকাল বন্যা না থাকায় বোরো’র বাম্পার ফলন হয়েছে। বৈশাখ মাস জুড়ে আবহাওয়া অনুকূলে থাকার ফলে ধান কাটা, মাড়াই ও গোলায় ধান তুলতে পেরেছে কৃষকরা হাসি মুখে। এ উপলক্ষে গতকাল (মঙ্গলবার) বিকালে তাহিরপুর উপজেলার শনির হাওরে কৃষকদের নিয়ে ফসল কর্তন সমাপনী আনন্দ উৎসব উদযাপন অনুষ্ঠিত হয়েছে। এ আনন্দ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ ড. ইলিয়াস মিয়া বলেছেন, আকষ্মিক বন্যা ও পাহাড়ি ঢলের কারণে এ জেলার বোরো ফসল উত্তোলনে ঝুঁকিপূর্ন থাকলেও সংশ্লিষ্ট সকলের ঐকান্তিক প্রচেষ্টা এবং মহান সৃষ্টি কর্তার অশেষ কৃপায় হাওর অঞ্চলের বোরো ধান যথা সময়ে শতভাগ কর্তন সমপুন্ন করা সম্ভব হয়েছে। তিনি বলেন, রবি মৌসুমে ২,২৩,৫০২ হেক্টর জমিতে বোরো আবাদের প্রায় ১৫ লক্ষ মেট্রিক টন ধান উৎপাদিত হয়েছে। এই বাম্পার ফলন শুধু মাত্র সুনামগঞ্জ জেলার কৃষকদের জন্য নয় বরং দেশের খাদ্য নিরাপত্তা এবং অর্থনীতির জন্যও সহায়ক হবে। তিনি বলেন, এ ধানের সঙ্গে কৃষক পরিবারের পুরো এক বছরের খাবার, সন্তানের লেখাপড়া, বিয়েশাদিসহ যাবতীয় ব্যয় জড়িত। তাই ধান গোলায় উঠলে কৃষক পরিবারে পুরো বছর আনন্দ থাকে। কোনো কারণে ধান না পেলে তাঁদের কষ্টের সীমা থাকে না। এবার কৃষকেরা ধান তুলত পেরে বেশ আনন্দিত হয়েছেন কৃষকরা।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল হাসেমের সভাপতিত্বে, উপজেলা সহকারী প্রোগ্রামার মো. ইমরান হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা কৃষি উপ পরিচালক কৃষিবিদ মোহাম্মদ ওমর ফারুক, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার, দঅতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আনিসুল হক, মো. কামরুজ্জামান কামরুল, জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহমদ, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান মো. জুনাব আলী, জেলা বিএনপি নেতা এডভোকেট সেরেনুর আলী, সাংবাদিক দেওয়ান গিয়াস উদ্দিন চৌধুরী, বাবরুল হাসান বাবলু প্রমুখ।
প্রসঙ্গত, এবার জেলার বিভিন্ন হাওরে ১৩ লাখ ৯৬ হাজার ৮০০ মেট্রিক টন বোরো ধানের উৎপাদন হয়েছে। জেলার ১৩৭টি ছোট-বড় হাওরে ২ লাখ ২৩ হাজার ৫০২ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছিল। হাওরে ধান কাটা শেষ হয় ৩০ এপ্রিল ও নন হাওরে ৫ মে।