ঢাকা, ১৪ মে ২০২৫, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

সিলেট থেকে আজ উড়ছে হজ ফ্লাইট

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১৪ মে ২০২৫, বুধবার

সিলেট থেকে এবার হজে যাচ্ছেন ২ হাজার ৬৭৫ জন। এরমধ্যে ওসমানী বিমানবন্দর থেকে ৫টি ফ্লাইটে যাবেন ২ হাজার ৯০ জন হজযাত্রী। আজ ৪১৮ জন যাত্রী নিয়ে প্রথম ফ্লাইট মদিনার উদ্দেশ্যে যাত্রা করবে। হজ এজেন্সিস অব বাংলাদেশ (হাব) সিলেট জোনের চেয়ারম্যান মো. আব্দুল হক জানান- সিলেট অঞ্চলের হজযাত্রীদের জন্য ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সিলেট অঞ্চলের হজযাত্রীদের দুর্ভোগের বিষয়টি মাথায় রেখে এবারো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫টি হজ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয়ায় তারা ধর্মমন্ত্রণালয় ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। হজ এজেন্সির মালিকরা জানিয়েছেন- আগামী ২৩, ২৫, ২৬ ও ২৯শে মে সিলেট থেকে আরও চারটি ফ্লাইট ছাড়বে। ওই ফ্লাইটগুলো সিলেট-জেদ্দা রুটে চলবে। প্রতি বছরের ন্যায় এবারো ঢাকাতেই যাত্রীদের ইমিগ্রেশন সম্পন্ন হবে। তবে যারা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবদর থেকে সরাসরি হজে যাবেন তদের আগমন ইমিগ্রেশন হবে সৌদি আরবে। এ বছর হজ কোটা ব্যবস্থাপনায় প্রতিটি এজেন্সিতে এক হাজার যাত্রী বেঁধে দেয়ায় কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে উল্লেখ করে মো. আব্দুল হক জানিয়েছেন- এজেন্সিগুলো তাদের নিজেদের মধ্যে সমন্বয় করে নেয়ায় এতে তেমন বেগ পেতে হয়নি। আগামীতে এর সংখ্যা বাড়লেও সমস্যার সৃষ্টি হবে না। এবারের মতোই সমন্বয় করে নেয়া হবে। চলতি বছর সরকারিভাবে সিলেট থেকে নিবন্ধন করেছেন ৩৩ জন হজযাত্রী। ধর্ম মন্ত্রণালয় অনুমোদিত ৩০টি হজ এজেন্সির মধ্যে এবার ২১টি এজেন্সি হজ নিবন্ধন কার্যক্রমে অংশ নেয় বলেও জানান তিনি।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status