ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

ফুলপুরে প্রধান শিক্ষক নেই ২৮ প্রাথমিক বিদ্যালয়ে

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ১১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২৮টিতেই প্রধান শিক্ষক নেই। এসব বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব ও পাঠদান কার্যক্রম পরিচালনা করছেন। ফলে এসব বিদ্যালয়ে শিক্ষক সংকটে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। প্রাথমিক বিদ্যালয়ের অভ্যন্তরীণ কাজ এবং পাঠদান করাতে অনেকটাই ব্যাহত হচ্ছে বলে জানা যায়। উপজেলা শিক্ষা কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, ফুলপুর উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে যার মধ্যে ১১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। প্রধান শিক্ষক নেই ২৮টি বিদ্যালয়ে, এসব বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন। শিক্ষার গুণগতমান নিশ্চিত করতে হলে অতিদ্রুত এ সকল বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদগুলো পূরণ করা দরকার বলে মনে করছেন শিক্ষক ও অভিভাবকবৃন্দ। সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে দাবি করছি, সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি করার জন্য। কিন্তু কিছু জটিলতার কারণে এই সমস্যার সমাধান হচ্ছে না।’ এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল্লাহ আল বাকী জানান, বিষয়টি চিঠি দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। নতুন শিক্ষক নিয়োগ হলে আশা করি তখন এই সংকট কেটে যাবে।

বিজ্ঞাপন

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

সিন্ডিকেট চক্রের ঈদ বাণিজ্য/ ট্রেনের ১০৫৩ টাকার এসি চেয়ার ২৫০০

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status