অনলাইন
জিএমএসিসিসির চেয়ারম্যান হলেন মেজর জেনারেল (অব.) মুনীরুজ্জামান
স্টাফ রিপোর্টার
(২ বছর আগে) ২২ জানুয়ারি ২০২৩, রবিবার, ৮:৩৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:৫৩ অপরাহ্ন

সম্প্রতি অনুষ্ঠিত সাধারণ সভায় তিন বছর মেয়াদে গ্লোবাল মিলিটারি এডভাইজরি কাউন্সিল অন ক্লাইমেট চেঞ্জ (জিএমএসিসিসি)-এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ন ম মুনীরুজ্জামান। তিনি জিএমএসিসিসির প্রতিষ্ঠাতা সদস্য। অনেক বছর ধরে জলবায়ু নিরাপত্তা ইস্যুতে কাজ করছেন। বিশ্বজুড়ে জলবায়ু বিষয়ক বড় বড় আলোচনা এবং কনফারেন্সে জিএমএসিসিসির প্রতিনিধিত্ব করেছেন তিনি। এ ইস্যুতে, বিশেষ করে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা (এসএলআর) বিষয়ক নিরাপত্তার বিষয়ে নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ব্রিফ করেছেন মুনীরুজ্জামান। জলবায়ু নিরাপত্তার বিষয়ে তার বিস্তৃত প্রকাশনা রয়েছে। এ ইস্যুতে বৈশ্বিক কৌশলগত ২৫ কণ্ঠস্বরের অন্যতম হিসেবে তার নাম উল্লেখ করেছে ইউএস ওয়েদার চ্যানেল। জিএমএসিসিসি আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একটি বডি। তারা জলবায়ু বিষয়ক নিরাপত্তা ইস্যুতে পুরোমাত্রায় কাজ করে। এর সঙ্গে সদস্য হিসেবে আছেন সারাবিশ্বের সিনিয়র সামরিক নেতৃত্ব ও বেশ কিছু নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞ, জলবায়ু পরিবর্তন বিষয়ক স্পেশালিস্ট এবং শিক্ষাবিদ।
জিএমএসিসিসির প্রধান কার্যালয় ব্রাসেলসে। তারা বিভিন্ন দেশের সরকার, আন্তর্জাতিক সংগঠন এবং সংশ্লিষ্ট ইস্যুতে অংশীদারদের জলবায়ু পরিবর্তনে নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে পরামর্শ দিয়ে থাকে। কোপেনহেগেনে কপ ১৫’তে জলবায়ু পরিবর্তনে আন্তর্জাতিক পর্যায়ে ‘কল অন একশন’ ইস্যু প্রথমবার তুলে ধরে এই সংগঠন। জলবায়ু নিরাপত্তা এখন সব দেশের জন্যই একটি শীর্ষ উদ্বেগের বিষয়। কারণ, জাতীয় ও আন্তর্জাতিক স্থিতিশীলতা ও নিরাপত্তায় এই ইস্যুটি বড় এক হুমকি।