খেলা
লাবুশেন-হেডের সেঞ্চুরিতে রান পাহাড়ে পিষ্ট ওয়েস্ট ইন্ডিজ
স্পোর্টস ডেস্ক
১০ ডিসেম্বর ২০২২, শনিবার
প্রথমদিনই সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন মার্নাস লাবুশেন এবং ট্রাভিস হেড। দ্বিতীয় দিনে দুইজনই দেড়শ স্পর্শ করেছেন। এই দুই ব্যাটারের সেঞ্চুরিতে ৭ উইকেটে ৫১১ রান তুলে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। আর শেষ বিকালে ব্যাটিংয়ে নেমে অজিদের রান পাহাড়ের চাপে তাসের ঘরের মতো ভেঙে গেছে ক্যারিবিয়ান টপ অর্ডার। দিন শেষে ৪ উইকেট হারিয়ে ১০২ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার দ্বিতীয় দিনে যেন নতুন করে শুরু করেন। লাবুশেন-হেডের দুর্দান্ত জুটিতে সকালটা দারুণভাবে কাটিয়েছে অস্ট্রেলিয়া। তাদের সাবলীল ব্যাটিংয়ে দ্রুত গতিতে রান তুলেছে দল। শেষ পর্যন্ত লাবুশেনকে সাজঘরে ফিরিয়ে অজিদের সেই রান বন্যায় বাধ দেন ডেভন থমাস। লাবুশেনের ব্যাট থেকে এসেছে ১৬৩ রান। এটি তার টানা তৃতীয় সেঞ্চুরি। এমন ইনিংসে রেকর্ড বইয়ের পাতা কাটা-ছেঁড়া করেছেন এই টপ অর্ডার ব্যাটার। ঘরের মাঠে প্রথম ইনিংসে সর্বোচ্চ গড়ের রেকর্ডটি বহুদিন ছিল স্যার ডন ব্র্যাডম্যানের। এবার তার নাম কেটে সেখানে নিজের নাম লেখালেন লাবুশেন। এই টপ অর্ডার ব্যাটার আউট হওয়ার পর আর বেশিক্ষণ টিকতে পারেননি হেডও। তিনি সাজঘরে ফিরেছেন ২১৯ বলে ১৭৫ রান করে। এরপর ক্যামেরন গ্রিনও দ্রুতই সাজঘরে ফিরেছেন। তার ব্যাট থেকে এসেছে ৯ রান। লোয়ার মিডল অর্ডারে একমাত্র অ্যালেক্স ক্যারি ছাড়া আর কেউই খুব একটা সুবিধা করতে পারেননি। ৪২৮ রানে চতুর্থ উইকেট হারানো অজিরা পরের ৬১ রান যোগ করতে হারায় আরও ৩ উইকেট। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ৫১১ রান তুলে ইনিংস ঘোষণা করে তারা। শেষ বিকালে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ক্রেইগ ব্র্যাথওয়েটকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। শামার ব্রুকস এবং জার্মেইন ব্ল্যাকউডরাও দুই অঙ্ক ছুঁতে পারেননি। তবে ব্যাতিক্রম ছিলেন ত্যাগনারায়ণ চন্দরপল। এই তরুণ ওপেনারের অপরাজিত ৪৮ রানে শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ১০২ রান তুলে দিনের খেলা শেষ করে ওয়েস্ট ইন্ডিজ। ৬ উইকেট হাতে নিয়ে প্রথম ইনিংসে তখনও ৪০৯ রানে পিছিয়ে ছিল ক্যারিবিয়ানরা।