ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

নালিতাবাড়ীতে দরিদ্র কৃষকের জমি বেদখলের অভিযোগ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
৭ ডিসেম্বর ২০২২, বুধবার

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালিপানি গ্রামের দরিদ্র কৃষক সুরুজ আলীর পনের শতাংশ জমি বেদখলের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে দর্রিদ কৃষক সুরুজ আলী সু বিচার চেয়ে নালিতাবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছে। 
জানাগেছে, উপজেলার বুরুঙ্গা কালাপানি গ্রামের কৃষক সুরুজ আলী (৬০) তার নামীয় ১৫ শতাংশ জমি দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছিল। সামপ্রতিক সময়ে প্রতিবেশী রজব আলী (৬৫) এখানে তারও জমি আছে বলে জমির আইল কেটে এই ১৫ শতক জমি বেদখল করে। এ নিয়ে উভয়ের মাঝে উত্তেজনা বিরাজ করে। সোমবার কৃষক সুরুজ আলী নালিতাবাড়ী থানায় এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করে। পরে পুলিশ তদন্ত করতে ঘটনাস্থলে যায়। কৃষক সুরুজ আলী বলেন, এই ১৫ শতক জমিতেই আবাদ করে খোরাক জোগাইতাম। বাচ্চাকাচ্চা নিয়ে চাউলের জোগাড় হইতো। এখন রজব আলী আমার নামীয় সেই জমি বেদখল করায় বাচ্চাকাচ্চা নিয়ে কি খাব ভেবে পাচ্ছি না। আমি সুবিচার প্রার্থনা করছি।

বিজ্ঞাপন
 
পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন বলেন, ঘটনার বিষয়টি আমি শুনেছি। এ নিয়ে অভিযোগ করলে আলোচনা শুরু করবো। নালিতাবাড়ী থানার (এসআই) উপ-পরিদর্শক মোঃ আউলাদ হোসেন বলেন, উক্ত ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। সেখানে তদন্ত গিয়েছিলাম। বিষয়টির মিমাংসা না হওয়া পর্যন্ত কেউ যাতে জমিতে না যায় সেটি উভয়পক্ষকে ডেকে বলা হয়েছে।  

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status