ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

সাংবাদিক শিরিন হত্যায় আইসিসিতে মামলা আল জাজিরার

মানবজমিন ডেস্ক
৭ ডিসেম্বর ২০২২, বুধবার

দখলীকৃত পশ্চিমতীরে সাংবাদিক শিরিন আবু আকলে হত্যায় আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে (আইসিসি) মঙ্গলবার মামলা করেছে আল জাজিরা টেলিভিশন। মে মাসে পশ্চিমতীরে ইসরাইলি সেনাদের ঘেরাও অভিযানে তাদের গুলিতে নিহত হন আল জাজিরার সাংবাদিক শিরিন। এ ঘটনায় তোলপাড় হয় দুনিয়া। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। দোহাভিত্তিক আল জাজিরা মামলায় বলেছে, নতুন প্রত্যক্ষদর্শীর তথ্যপ্রমাণ ও ভিডিও ফুটেজ এটা পরিষ্কার করে যে, আবু আকলে এবং তার সহকর্মীদের দিকে সরাসরি গুলি করেছে ইসরাইলি দখলদার বাহিনী (ইসরাইলি অকুপেশন ফোর্সেস)। শিরিন আবু আকলে (৫১) ফিলিস্তিনি বংশোদ্ভূত একজন মার্কিন সাংবাদিক। গত ১১ই মে তাকে হত্যা করে ইসরাইলি সেনারা। 

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, পশ্চিমতীরের জেনিন শহরে ইসরাইলি সেনাদের ঘেরাও অভিযানের খবর সংগ্রহকালে তার মাথায় গুলি করেছে ইসরাইলি সেনারা। সেপ্টেম্বরে ইসরাইলি সেনাবাহিনী বলে যে, ভুলবশত তাদের একজন সেনা সদস্যের গুলিতে মারা গিয়ে থাকতে পারেন শিরিন আবু আকলে। আল জাজিরার বক্তব্য, ভুল করে শিরিনকে হত্যা করা হয়েছে, ইসরাইলের এই দাবি প্রমাণিত নয়। প্রসিকিউটরের অফিসে যেসব তথ্যপ্রমাণ হাজির করা হয়েছে, তাতে সন্দেহাতীতভাবে বলা যায় যে, ওইদিন ওই এলাকায় কোনো গোলাগুলি হয়নি।

বিজ্ঞাপন
এর বিপরীতে ইসরাইলি দখলদার বাহিনী সরাসরি শিরিনের মাথায় গুলি করেছে।

 তথ্যপ্রমাণ এটা বলে যে, তাকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয়েছে। এটা হলো আল জাজিরাকে টার্গেট করা এবং তার কণ্ঠকে স্তব্ধ করে দেয়ার একটি সুদূরপ্রসারী পরিকল্পনা।  শিরিন আবু আকলে হত্যার তদন্ত করেছে শীর্ষস্থানীয় অনেক মিডিয়া বিষয়ক এজেন্সি। এর মধ্যে আছে আল জাজিরা, সিএনএন, এপি, ওয়াশিংটন পোস্ট এবং নিউ ইয়র্ক টাইমস। তারা যার যার মতো তদন্ত করেছে। এর শেষে বলা হয়েছে, আবু আকলে মারা গেছেন ইসরাইলিদের বুলেটে।  

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status