খেলা
ফের ব্যর্থ জয়-মুমিনুল
স্পোর্টস রিপোর্টার
৭ ডিসেম্বর ২০২২, বুধবার
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের আগে রানের দেখা নেই মাহমুদুল হাসান জয়, মুমিনুল হকের ব্যাটে। হতাশার ছবি দলে ফেরার লড়াইয়ে থাকা সাদমান ইসলামের ব্যাটেও। তবে ছন্দ ধরে রেখে ভালো ব্যাটিং করেছেন জাকির হাসান। আগের ম্যচের সেঞ্চুরিয়ান এবার পারেননি ইনিংস বড় করতে। মিডল অর্ডারে ফিফটি করে দলকে বিপদ থেকে উদ্ধার করেন শাহাদাত হোসেন ও জাকির আলী অনিক। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টের প্রথম দিনে বাংলাদেশ ‘এ’ দলের ইনিংস গুটিয়ে গেছে ২৫২ রানে। ৯ চার ও ২ ছক্কায় ৮০ রানের ইনিংস খেলেন শাহাদাত। কিপার-ব্যাটসম্যান জাকির আলী করেন ৬ চার ও ১ ছক্কায় ৬২ রান। অল্পের জন্য অর্ধশতক বঞ্চিত হন জাকির হাসান। বল হাতে ৪০ রানে ৬ উইকেট নেন মুকেশ। কক্সবাজারে ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে প্রথম আনঅফিসিয়াল টেস্টে দুই ইনিংসে ব্যর্থ মুমিনুল করেছিলেন ৪ ও ১৭ রান। তার আগে ভারতের তামিলনাড়ুর একটি দলের বিপক্ষে খেলতে গিয়ে ছিলেন নিজের ছায়া হয়ে। জাতীয় লীগ, বিসিএলে রান করতে পারেননি। জাতীয় দলে তো দীর্ঘদিন ধরেই অফ ফর্মে। জাতীয় দলের জার্সিতে ১২ ইনিংস আগে ৮৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তার আগে চার ইনিংসেও দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি এই ব্যাটার। লম্বা সময় ধরে নিজেকে খুঁজে ফিরছেন মুমিনুল। এমন ব্যর্থতার পর মুমিনুলের টেস্ট ক্যারিয়ারই শঙ্কায় পড়ে গেছে। সিলেটে মুমিনুল আউট হওয়ার পর ৬ রানের মধ্যে মোহাম্মদ মিঠুন (৪), জাকির হাসান (৪৬) রানে আউট হন। জাকির অবশ্য প্রথম ম্যাচে সেঞ্চুরি করে দলের হার এড়াতে ভূমিকা রেখেছিলেন। এরপর জাকির আলী অনিক ও শাহাদাত হোসেন মিলে ৬ষ্ঠ উইকেটে ১৩৯ রানের জুটি গড়েন। এই জুটির ওপর দাঁড়িয়ে বাংলাদেশ ‘এ’ দল কোনও রকমে ২৫১ রান তুলতে পারে। শাহাদাত হোসেন ৮০ ও জাকির আলীর ব্যাট থেকে আসে ৬২ রান। ভারতের বোলারদের মধ্যে মুকেশ কুমার সর্বোচ্চ ৬টি উইকেট নিয়েছেন। উমেশ যাদব ও জয়ন্ত যাদব দুটি করে উইকেট নিয়েছেন। বাংলাদেশকে অলআউট করে দিনের শেষ লগ্নে এসে ব্যাটিংয়ে নামে ভারত। ৪ ওভারে ১১ রান তুলে দিন শেষ করে তারা। যশস্বী জওসয়াল ৮ ও অভিমন্যু ইশ্বরন ৩ রানে অপরাজিত থাকেন।