ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

নারী কর্মীকে যৌন হয়রানি, শাস্তি পেলেন সাবেক পাক রাষ্ট্রদূত

মানবজমিন ডেস্ক

(১ বছর আগে) ১৬ মে ২০২২, সোমবার, ২:৫৭ অপরাহ্ন

mzamin

ইতালিতে নিযুক্ত পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূতের বিরুদ্ধে নারী কর্মীকে যৌন হয়রানি করার প্রমাণ মিলেছে। এর ভিত্তিতে ওই পাকিস্তানি কূটনীতিককে ফরেন সার্ভিস থেকে বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি ঘটে ২০১৮ সালে ইতালির পাক দূতাবাসে। তখন রাষ্ট্রদূত ছিলেন নাদিম রিয়াজ। তার বিরুদ্ধে এক নারী কূটনীতিক যৌন হয়রানির অভিযোগ আনলে তা তদন্ত করা হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে রিয়াজকে বরখাস্তের নির্দেশ দেন পাকিস্তানের ফেডারেল ওম্বাডসপারসন ফর প্রোটেকশন হ্যারাসমেন্ট কাশমালা তারিক। তিনি নিজেই তার টুইটার একাউন্ট থেকে এ নির্দেশের কথা জানিয়েছেন।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শুধু বরখাস্তই নয়, রিয়াজকে ৫০ লাখ রূপি জরিমানাও করা হয়েছে। এ অর্থ হেনস্থার শিকার নারীকে দেয়া হবে। 

অভিযোগকারী নারী জানান, তিনি ২০১৮ সালে রিয়াজের নেতৃত্বে ইতালিতে পাকিস্তানি মিশনে নিয়োজিত ছিলেন। সেই সময় নাদিম রিয়াজ তাকে তার সঙ্গে অন্যান্য দেশের অন্যান্য শহরে যেতে বলতেন, যা তার কাজের মধ্যে পড়ত না। তিনি আরও অভিযোগ করেন যে রাষ্ট্রদূত তাকে তার বাড়ির কাছেই বাসা ভাড়া নিতে বাধ্য করেছিলেন।

বিজ্ঞাপন
এছাড়া নাদিমের বিভিন্ন আচরণে তিনি অপমানিত হয়েছেন। পরিস্থিতি এমনই হয় যে তিন বছরের মেয়াদ শেষ হওয়ার আগেই পাকিস্তানে ফিরে যেতে বাধ্য হন তিনি। 

অভিযুক্ত রিয়াজ এখন ইনস্টিটিউট অফ রিজিওনাল স্টাডিজের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এটি পাকিস্তানের বিদেশ মন্ত্রণালয়ের একটি থিঙ্ক ট্যাঙ্ক। অভিযোগ করা হয়েছে যে, তিনি ওই নারীকে প্রতিদিন তার গল্প শুনতে বাধ্য করতেন। সেই গল্পের মধ্যে আপত্তিকর বিষয়বস্তু থাকত। পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ওম্বাডসপারসন এই অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখেন এবং রিয়াজকে বরখাস্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেন। এই সিদ্ধান্তের একটি অনুলিপি সাত দিনের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশও দিয়েছেন ওম্বাডসপারসন।
 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status