ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

কুমিল্লার সমাবেশে ড্যাবের মেডিকেল ক্যাম্প

অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৬ নভেম্বর ২০২২, শনিবার, ১:২৭ অপরাহ্ন

mzamin

বিএনপির বিভাগীয় গণসমাবেশগুলোতে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব ধারাবাহিকভাবে মেডিকেল ক্যাম্প করে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। গত ১২ই অক্টোবর চট্টগ্রাম থেকে শুরু হওয়া বিভাগীয় গণ-সমাবেশগুলোতে কেন্দ্রীয় ড্যাব এবং স্থানীয় ড্যাবের সমন্বয়ে পরিচালিত মেডিকেল ক্যাম্পগুলোতে গণসমাবেশে আগত হাজার হাজার নেতাকর্মীদের চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণের মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ড্যাব-এর এই ধারাবাহিক কর্মকাণ্ডে সন্তুষ্ট হয়ে ড্যাবকে  ইতিমধ্যে   ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দু-দফা লিখিত পত্র দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

বিভাগীয় গণ-সমাবেশগুলোতে ধারাবাহিক কর্মকাণ্ডের অংশ হিসেবে ২৫ নভেম্বর ড্যাব-এর কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশিদ, মহাসচিব ডাঃ মোঃ আব্দুস সালাম, সহসভাপতি ডাঃ মোঃ মোসাদ্দেক হোসেন বিশ্বাস, ডাঃ একেএম মহিউদ্দিন ভূইয়া মাসুম, ডাঃ মোঃ এরফানুল হক সিদ্দিকী,  ডাম্বেল, কোষাধ্যক্ষ ডাঃ মোঃ জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র যুগ্ম-মহাসচিব ডাঃ মোঃ মেহেদী হাসান, যুগ্ম-মহাসচিব ডাঃ পারভেজ রেজা কাকন, ডাঃ শেখ ফরহাদ, ডাঃ সরকার মাহবুব আহমেদ শামীম, ডাঃ মোঃ শহিদুল হাসান বাবুল, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ আবু নাসের,সহসাংগঠনিক সম্পাদক ডাঃ আবু ফয়েজ মোঃ মতিউর রহমান আজাদ, কার্যকরী  সদস্য ডাঃ বেলায়েত হোসেন ঢালী, ডাঃ মোঃ রুহুল আমীন খোকন, ডাঃ মোঃ বাসেদুর রহমান সোহেল সহ  প্রায় ৪০ জন চিকিৎসক কুমিল্লা গমন করেন। সেখানে স্থানীয় আরও প্রায় শতাধিক চিকিৎসকের সমন্বয়ে বর্তমানে কুমিল্লা বিভাগীয় গণসমাবেশে চিকিৎসা সেবা ক্যাম্পটি পরিচালিত হচ্ছে। স্থানীয় চিকিৎসকগণের মধ্যে উপস্থিত রয়েছেন কুমিল্লা জেলা ড্যাব-এর সভাপতি ও কেন্দ্রীয় ড্যাবের সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা) ডাঃ মোঃ মাসুম হাসান, সাধারণ সম্পাদক ডাঃ জাকারিয়া মাহমুদ, কুমিল্লা মেডিকেল কলেজ ড্যাব-এর সভাপতি ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ, সাধারণ সম্পাদক ডাঃ শফিক, মহানগর ড্যাব এর সভাপতি নিলুফার পারভীন, সাধারণ সম্পাদক ডাঃ আরিফ হায়দার, সিনিয়র সহ-সভাপতি ডাঃ মোঃ মিনহাজুর রহমান তারেক, ডাঃ আব্দুল মতিন সাগর, যুগ্ম সম্পাদক ডাঃ রিয়াজ, সাংগঠনিক সম্পাদক ডাঃ তুষার, ডাঃ মাইনুদ্দীন মিয়াজী প্রমুখ। 
 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status