ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

স্ন্যাপড্রাগন প্রসেসরের বাজেটসেরা গেমিং স্মার্টফোন বাজারে

স্টাফ রিপোর্টার
১৬ মে ২০২২, সোমবার

স্ন্যাপড্রাগন প্রসেসরসমৃদ্ধ নতুন একটি স্মার্টফোন বাজারে ছাড়লো ওয়ালটন। ‘দ্য গেমিং ওয়ারিয়র’ খ্যাত সময়ের বাজেটসেরা এই ফোনটির মডেল ‘প্রিমো এসএইট মিনি’। ই-কমার্স প্ল্যাটফরম ই-প্লাজা ও ওয়ালকার্ট থেকে কেনা যাচ্ছে ৪ ও ৬ জিবি র‌্যামের দু’টি ভার্সনে। ৪ জিবি র‌্যামের ভার্সনটির দাম ১৩,৯৯৯ টাকা। আর ৬ জিবি র‌্যামের ভার্সনটির দাম ১৫,৬৯৯ টাকা। নগদ মূল্যের পাশাপাশি সহজ কিস্তি এবং ইএমআই সুবিধায় ফোনটি কেনার সুযোগ রয়েছে। ফোনটির পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশসহ ১.৮ অ্যাপারচার সমৃদ্ধ এআই কোয়াড (চার) ক্যামেরা সেটআপ। যার প্রধান সেন্সরটি ১৬ মেগাপিক্সেলের। রয়েছে ৮ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স ও ২ মেগাপিক্সেলের ডেফথ সেন্সর। ফোনটির সামনে রয়েছে ২.০ অ্যাপারচারের পিডিএএফ প্রযুক্তির ১৩ মেগাপিক্সেল পাঞ্চহোল কাট আউট ক্যামেরা।

বিজ্ঞাপন
উভয় ক্যামেরায় ফোরকে রেজ্যুলেশনের ভিডিও ধারণ করা যায়, যা বর্তমানে এই বাজেটের আর কোনো ফোনে নেই। 
স্টোন হোয়াইট, ইঙ্ক ব্ল্যাক এবং ফরেস্ট গ্রিন রঙের ফোনটির বিশেষ ফিচারের মধ্যে রয়েছে ৬.৫৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলটিপিএস ডিসপ্লে, ভিস্মার্ট যুক্ত অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম, ২.০ গিগাহার্জ গতির কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬৫ অক্টাকোর প্রসেসর, কোয়ালকম অ্যান্ড্রেনো ৬১০ গ্রাফিক্স, ইউএফএস মেমোরিসমৃদ্ধ ৬৪ গিগাবাইট ইন্টারন্যাল স্টোরেজ, ২৫৬ গিগাবাইট মাইক্রো এসডি কার্ড সাপোর্ট, ১৮ ওয়াট ফার্স্ট চার্জিংসহ ৫০০০ মিলি অ্যাম্পিয়ার লি-পলিমার ব্যাটারি, ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, থ্রি ইন ওয়ান ডুয়াল ফোরজি সিম সাপোর্ট, ওটিএ, ওটিজি, অটো কল রেকর্ড।

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status