ভারত
ভারতীয় দলে দুই ফরমেটে দুই অধিনায়ক, গুরুত্বপূর্ণ দায়িত্ব পাচ্ছেন ধোনি?
বিশেষ সংবাদদাতা
(২ বছর আগে) ১৫ নভেম্বর ২০২২, মঙ্গলবার, ১১:১০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৩৬ পূর্বাহ্ন

ইংল্যান্ডের কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপে শোচনীয় হারের পর ভারত যে দলে বিরাট পরিবর্তন আনছে তা জানাই ছিল। কিন্তু ক্রিকেটের দুই ফরমেটে দুজন অধিনায়কের কথা বোর্ড কর্তাদের চিন্তা ভাবনায় আছে। সেক্ষেত্রে টেস্ট এবং পঞ্চাশ ওভারের ওয়ানডে ম্যাচে ক্যাপ্টেন থাকছেন রোহিত শর্মা। ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক হচ্ছেন হার্দিক পান্ডিয়া। সুনীল গাভাস্কারের পর ভারতের প্রাক্তন খেলোয়াড় ও নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্তও হার্দিক পান্ডিয়াকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক করার কথা বলেছেন। জানুয়ারিতে বোর্ডের সভায় আমন্ত্রণ জানানো হয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রাহুল দ্রাবিড়কে। কেন ইংল্যান্ডের বিরুদ্ধে হার তাই নিয়ে বিশ্লেষণ চাইবেন বোর্ড কর্তারা। এই বৈঠকেই সিদ্ধান্ত হতে পারে ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনিকে বোর্ডের ক্রিকেট ডিরেক্টর করে আনার ব্যাপারে। বোর্ডের ধারণা, টি-টোয়েন্টি ম্যাচের ক্ষেত্রে ধোনি উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারবেন।