ভারত
মহেন্দ্র সিং ধোনি এবার নতুন অবতারে, দক্ষিণী ছবি প্রযোজনা করছেন
বিশেষ সংবাদদাতা
(৩ বছর আগে) ১২ মে ২০২২, বৃহস্পতিবার, ১০:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:২৬ পূর্বাহ্ন

ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিত্যনতুন অবতারে দেখতে অভ্যস্ত মানুষ। তিনি গাড়ি কিংবা মোটরবাইকে রাস্তায় ঝড় তুলছেন, এই তিনি ফৌজি পোশাক পরে সীমান্তে কিংবা কড়কনাথ মুরগি চাষ করছেন, কোদাল হাতে মাটি কোপাচ্ছেন। এবার কিন্তু এই ধোনিকে দেখা যাবে সম্পূর্ণ অন্য ভূমিকায়। আইপিএলে ফর্ম হারানো চেন্নাই সুপার কিংস এর অধিনায়ক রবীন্দ্র জাদেজার জায়গায় যতই তিনি নেতৃত্বভার নিন, অনেকেই বলছেন, এটাই ধোনির শেষ আইপিএল। এরপর তাঁকে দেখা যাবে দক্ষিণী ছবির প্রযোজক হিসেবে। ফিল্ম বানাবেন ধোনি। খুলছেন প্রোডাকশন হাউস। দক্ষিণী সুপারস্টার নয়নতারাকে তাঁর প্রথম ফিল্ম এর জন্য চুক্তিবদ্ধও করেছেন ধোনি। ফিল্ম দুনিয়ার সঙ্গে ধোনির যোগাযোগ অবশ্য নতুন নয়। অনেক বন্ধু আছে তাঁর ফিল্ম জগতে। তাঁকে নিয়ে বায়োপিকে অভিনয় এর পরই বিখ্যাত হন প্রয়াত সুশান্ত সিং রাজপূত। দিশা পাটানি, কিয়ারা আদবানি, রাজেশ শর্মা, ভূমিকা চাওলা, অনুপম খেররা অভিনয় করেছিলেন এই বায়োপিকে। সেই ধোনি এবার নতুন অবতারে। দক্ষিণের এন্টারটেইনমেন্ট শিল্পের প্রযোজক হিসেবে ক্যাপ্টেন কুল এর আত্মপ্রকাশ শুধু সময়ের অপেক্ষা।