খেলা
তাইওয়ান মাস্টার্সে তৃতীয় সিদ্দিকুর
স্পোর্টস রিপোর্টার
৪ অক্টোবর ২০২২, মঙ্গলবার
করোনার ভয়াবহতা কাটিয়ে বেশ কয়েকটি টুর্নামেন্টে অংশ নিয়েছেন সিদ্দিকুর রহমান। অংশ নেয়া আসরগুলোতে খুব একটা সুবিধা করতে পারেননি দেশ সেরা এই গলফার। মাঝে একটি এশিয়ান ট্যুরে কাটও মিস করেন সিদ্দিকুর। উপুর্যপুরি ব্যর্থতায় দমে যাননি এশিয়ান ট্যুরে দুটি শিরোপা জেতা এই গলফার। তার প্রমাণ রাখলেন তাইওয়ানে। এশিয়ান ট্যুরের আসর ‘মারকারি ওপেন’ প্রতিযোগিতায় তৃতীয় হয়েছেন বাংলাদেশের এই গলফার। রোববার তাইওয়ানের গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে চতুর্থ রাউন্ডে নির্ধারিত পারের চেয়ে এক শট কম খেলেন সিদ্দিকুর। সব মিলিয়ে পারের চেয়ে ৯ শট কম খেলে সারিত সুভানারুতের সঙ্গে যৌথভাবে তৃতীয় হন তিনি। ১০ লাখ ডলার প্রাইজ মানির এই আসরে যৌথভাবে তৃতীয় হয়ে সিদ্দিক পেয়েছেন ৬০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ৬১ লাখ টাকা)। চলতি বছরে এটাই সিদ্দিকের সেরা সাফল্য। এমনকি গত কয়েক বছরে শিরোপার এত কাছাকাছি আসতে পারেননি সিদ্দিক। তাইওয়ানে জেতার আগে দক্ষিণ কোরিয়ায় শিনহান ডংহি ওপেনে ৩২তম হয়ে ৮৭০০ ডলার জিতেছিলেন সিদ্দিক, সেটাই ছিল তার সর্বোচ্চ আয়। তাইওয়ানে জয় পেয়ে এশিয়ান র্যাঙ্কিংয়ে ৩৭ নম্বরে উঠে এসেছেন সিদ্দিকুর। দেশসেরা এই গলফার বলেন, ‘আমার নিজের মধ্যেও একটা শঙ্কা তৈরি হচ্ছিল। বিশেষ করে এশিয়ান ট্যুর কার্ড মিস করবো, এটা ভাবাটা আমার জন্য খুব কষ্টকর ছিল। অবশেষে এই তাইওয়ানে কিছু একটা করতে পারলাম। আত্মবিশ্বাস ফিরে পেতে এটা খুব প্রয়োজন ছিল। আমার আগামী মৌসুমের কার্ডও নিশ্চিত হয়ে গেছে তাতে।’