ভারত
রোনালদো, মেসি, নেইমারের পরেই কোহলি?
বিশেষ সংবাদদাতা
(২ বছর আগে) ৩ অক্টোবর ২০২২, সোমবার, ১০:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৫ অপরাহ্ন

তিনি আবার ফর্মে ফিরেছেন, রান পাচ্ছেন ব্যাটে। কিন্তু তার জন্য ফুটবলের মহাতারকা রোনালদো, মেসি, নেইমারের পরেই কি তিনি হতে পারেন? একদমই নয়। তাহলে? হুপার এইচ সি সোশ্যাল নামক রেটিং সংস্থা জানাচ্ছে, বিরাট কোহলির একেকটি ইনস্টাগ্রাম পোস্টের দাম আট কোটি টাকায় পৌঁছেছে। আর তাই তিনি এই ফুটবল মহাতারকাদের পরেই। ফলোয়ারের সংখ্যার দিক থেকেও এই তিনজনের পরেই কোহলি। ইনস্টাগ্রামে কোহলির ফলোয়ারের সংখ্যা ২০ কোটি ৭৩ লক্ষ এক হাজার ৬৯ জন। ভারতীয়দের মধ্যে প্রিয়াঙ্কা চোপড়া মাত্র ফলোয়ারের সংখ্যায় বিরাটের পাশে দাঁড়াতে পারেন। তবে, বিরাটের চেয়ে তাঁর ফলোয়ার অনেক কম। সাত কোটি ৭ লক্ষ ৫১ হাজার ১৫২ জন। প্রিয়াঙ্কার এক একটা ইনস্টাগ্রাম পোস্টের দাম সাড়ে তিন কোটি টাকা। বিরাট কোহলির জনপ্রিয়তা মাঝখানে হ্রাস পেয়েছিলো, আবার তিনি ভারতীয়দের মধ্যে শীর্ষে, বিশ্বে প্রথম ১৫ জনের মধ্যে ১৪ তম।