ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

ভারত

ভারতে চালু ৬৭টি পর্নসাইট বন্ধ করার নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার, কিন্তু কেন?

বিশেষ সংবাদদাতা

(১ বছর আগে) ৩০ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার, ১১:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:৫৫ অপরাহ্ন

ভারতে চালু থাকা ৬৭ পর্নসাইট বন্ধ করার নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। এই পর্ন সাইটগুলির অনেকে আবার ইন্টারনেট প্রভাইডার হিসেবে কাজ করতো। কেন এই পর্ন সাইটগুলি বন্ধ করা হল? উত্তরাখন্ড সরকার প্রথম একধরণের পর্ন সাইটে বিকৃত ছবি দেখানো হচ্ছে বলে অভিযোগ আনে। নর- নারীর স্বাভাবিক সঙ্গম দৃশ্য দেখানোর বদলে এই পর্ন সাইট গুলিতে একাধিক পুরুষ এক নারীর সঙ্গে যৌনতায় লিপ্ত অথবা এক পুরুষের সঙ্গে একাধিক নারীর যৌন সম্পর্কের ভিডিও দেখানো হত। এর ফলে জনমানস এ প্রতিক্রিয়ার সৃষ্টি হত। গ্রুপ সেক্স সম্পর্কে আগ্রহ বাড়তো। পর্ন ছবিতে নারী অথবা নর এর যৌন অঙ্গ প্রদর্শনের ব্যাপারে নিষেধাজ্ঞা আছে। এই সাইট গুলিতে সেই বিধি নিষেধ মানা হতোনা। এছাড়াও চরম মুহূর্তে মুখের অভিব্যক্তি দেখানোয় নিষেধ আছে তাও মানা হতোনা। এছাড়াও থ্রি এক্স জাতীয় পর্ন  এই সাইটগুলিতে দেখানো হত।

বিজ্ঞাপন
ভারতীয় টেলিকম লাইসেন্স ছাড়াই বেশ কিছু পর্ন সাইট চলতো। সেই কারণে এই সাইটগুলি বন্ধ করা হল। ভারতে বেশ কিছু সাইট শুধু যৌন উদ্দীপক ছবি দেখিয়ে ব্যবসা করে, সেগুলিও নিষেধাজ্ঞার আওতায় এসেছে। পর্ন ছবি নিয়ে বিশ্ব জুড়ে হইচই হচ্ছে। সিফিলিস রোগের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে  ইউরোপের পর্ন ষ্টাররা বেঁকে বসেছেন ছবি করতে। এইডস বাড়ার পর সিফিলিস কমে গিয়েছিলো। কিন্তু এই যৌন রোগ বাড়ায় সংকট দেখা দিয়েছে।

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

   

ভারত সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status