বাংলারজমিন
বাগেরহাটে দুর্গাপূজায় প্রশাসনের অসাধারণ সিদ্ধান্ত
বাগেরহাট প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবারবাগেরহাট জেলায় শারদীয় দুর্গাপূজা চলাকালে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় জেলা ও পুলিশ প্রশাসন অসাধারণ সিদ্ধান্ত নিয়েছে। শারদীয় দুর্গাপূজা চলাকালে মুসলিম সম্প্রদায়ের আজান ও নামাজের সময় নির্দিষ্ট করে দেয়া হয়েছে। ওই সময়ে জেলার ৬৪২টি দুর্গাপূজার মণ্ডপে মাইক ও ঢোলসহ বাদ্যযন্ত্র বাজানো বন্ধ করা হয়েছে। জেলা ও উপজেলার হিন্দু-মুসলিম নেতাদের উপস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় গত মঙ্গলবার দুপুরে নেয়া প্রশাসনের এই সিদ্ধান্তটি সর্বমহলে প্রশংসিত হয়েছে। এদিকে বাগেরহাটের ৯টি উপজেলায় এবার ৬৪২টি মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে শেষ মুহূর্তে মণ্ডপগুলোতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা। শেষ সময়ের প্রতিমায় চলছে রং তুলি ও সাজসজ্জার কাজ। তবে, এবার বাগেরহাট সদরের হাকিমপুর শিকদারবাড়ীতে এবার হচ্ছে না সব থেকে বেশি প্রতিমা নিয়ে দেশব্যাপী আলোচিত দুর্গাপূজা। হাকিমপুর শিকদারবাড়ীতে এবার হবে স্বল্প পরিসরে দুর্গাপূজা। করোনা মহামারির কারণে গত তিন বছর বড় পরিসরে আয়োজন না হলেও সর্বশেষ ২০১৯ সালে ৮০১টি প্রতিমা নিয়ে শিকদারবাড়ীতে অনুষ্ঠিত হয়েছিলো দেশের সব থেকে বড় শারদীয় দুর্গাপূজা। বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক জানান, জেলায় শারদীয় দুর্গাপূজা চলাকালে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় হিন্দু-মুসলিম সম্প্রদায়ের নেতারা আজান ও নামাজের সময়ে দুর্গাপূজার মণ্ডপে মাইক ও ঢোলসহ বাদ্যযন্ত্র না বাজাতে একমত হয়েছেন। শারদীয় দুর্গাপূজা চলাকালে মুসলিম সম্প্রদায়ের আজান ও নামাজের সময়ও নির্দিষ্ট করে দেয়া হয়েছে। প্রশাসনসহ জেলা-উপজেলা ইমাম সমিতি ও পূজা উদ্যাপন পরিষদের নেতারা মাঠ পর্যায়ে ইতিমধ্যে তা জানিয়ে দিয়েছেন। প্রতি বছরের ন্যায় এবারো প্রতিটি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীসহ স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে বাগেরহাটে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানের কথা জানালেন জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা।