বাংলারজমিন
নড়াইলে স্বেচ্ছাসেবক লীগের সম্পাদকসহ গ্রেপ্তার ৪
নড়াইল প্রতিনিধি
১০ মে ২০২৫, শনিবার নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও আউড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম পলাশসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। গতকাল ভোর রাতে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত অন্যরা হলো- সদর উপজেলার মুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারী, আউড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পলাশ মোল্যা ও শেখহাটি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রুহুল আমীন মোল্যা। এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি (তদন্ত) জামিল কবির বলেন, গ্রেপ্তারকৃতদের আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। উল্লেখ্য, গত বছরের ৪ঠা আগস্ট ২০২৪ সালে বৈষম্যবিরোধীদের মিছিলে হামলার অভিযোগে মামলা দায়ের করা হয়। এসব মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।