বাংলারজমিন
চাটমোহরে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
১০ মে ২০২৫, শনিবারপাবনার চাটমোহরে থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়। আটকরা হলো- উপজেলার মূলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বালুদিয়ার গ্রামের সিরাজুল ইসলাম, মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জবেরপুর গ্রামের মকবুল হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাড়োরা গ্রামের জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা পৌর সদরের বালুচর মহল্লার আব্দুল ওহাব, হান্ডিয়াল ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হোসেনপুর গ্রামের আব্দুস সামাদ, আওয়ামী লীগ নেতা ছকির উদ্দিন, আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন, ফৈলজানা ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা আজিজুল হক এবং ফৈলজানা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম রাসেল। চাটমোহর থানার ওসি মঞ্জুরুল আলম জানান, আসামিরা বিস্ফোরক মামলার আসামি। শুক্রবার তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।