বাংলারজমিন
নবীনগরে আওয়ামী লীগ-ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
১০ মে ২০২৫, শনিবারব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে এ অভিযান পরিচালনা করে নবীনগর থানা পুলিশ। আটককৃতরা হলেন- সাতমোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন মুকুল (৬০), বিটঘর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মাহবুবুর রহমান (৩৮) এবং সাতমোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মো. জহিরুল হক (৬১)। নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।