বাংলারজমিন
চকরিয়ায় কাউন্সিলরসহ আটক ৩
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
১০ মে ২০২৫, শনিবারকক্সবাজারের চকরিয়া পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে কাউন্সিলরসহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার ভোরে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন- চকরিয়া পৌরসভার মৃত আনোয়ার হোছাইনের ছেলে আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান কাউন্সিলর মো. নুরুস শফি (৪৫), সাবেক হারবাং ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারবাং ইউনিয়ন শাখার অহিদুর রহমান (৩৫), এ ছাড়া সাবেক চকরিয়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ প্র. বুলেট ফারুক (৩৭)।
চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাসহ তিনজনের আটকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের ঞযব ঝঢ়বপরধষ চড়বিৎং অপঃ, ১৯৭৪ এর ১৫(৩) ধারায় মামলা রয়েছে। তিনি বলেন, সকালে তাদের চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।