ঢাকা, ১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

যেমন চলছে বাগেরহাট জেলা হাসপাতাল

বাগেরহাট প্রতিনিধি
১০ মে ২০২৫, শনিবার
mzamin

বাগেরহাট জেলা ২৫০ শয্যা সরকারি হাসপাতালে ২২০ জন চিকিৎসকের বিপরীতে ১৯৯ পদই শূন্য। চিকিৎসকের অভাবে ১০ শয্যার আইসিইউ ইউনিটটিও বন্ধ রয়েছে। ২৫০ শয্যার বিপরীতে ৫০০ জন  রোগী প্রায়ই ভর্তি থাকছেন। হাসপাতালের টিকিট কাউন্টার, জরুরি বিভাগ, চিকিৎসকের কক্ষ, প্যাথলজি, ফার্মেসি, ওয়ার্ড, ফ্লোরে রোগীর ভিড়। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকিট কেটেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না  রোগীরা। জেলার ১৮ লাখ মানুষের প্রধান চিকিৎসা কেন্দ্রে সমস্যার  শেষ নেই।
জানা যায়, শুধু চিকিৎসক নয়, ২ জন সেবিকার স্থলে আছেন ৫০ জন। এই হাসপাতালে ৩য় ও ৪র্থ  শ্রেণির ৩৭টি পদ এখনও শূন্য। নামে ২৫০ জেলা শয্যা হাসপাতাল হলেও এখনো চলছে ১০০ শয্যার জনবল দিয়ে। এই ১০০ শয্যার জনবলের মধ্যেও চক্ষু, অ্যানেসথেশিয়া, সার্জারি, নাক-কান-গলা, কার্ডিওলজিসহ সিনিয়র কনসালটেন্টের মতো গুরুত্বপূর্ণ ৫৮টি প্রথম শ্রেণির পদের মধ্যে ৩৭টি পদই শূন্য। জুনিয়র কনসালটেন্টের ৭টি পদ খালি।  নেই সিটি স্ক্যান, এমআইআর, আকো, ইটিটি, ইউরোলজি, সিরাম ইলেক্ট্রোলাইট, থাইরয়েডের পরীক্ষা, লেপারোস্কপিক মেশিন।  মেশিন নেই ১০ বেডের ডায়ালাইসিস ইউনিটে। চিকিৎসক, সেবিকাসহ শুধু জনবল সংকট নয়, প্রয়োজনীয় ওষুধ সংকটও রয়েছে হাসপাতালে। ওষুধসহ অন্যান্য খাতে এই জেলা হাসপাতালের জন্য ১৫ কোটি টাকা বরাদ্দ থাকার কথা থাকলেও দেয়া হচ্ছে মাত্র ৬ কোটি টাকা। ওষুধ ও প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক রোগ নির্ণয়ের ব্যবস্থা না থাকায় কাঙ্ক্ষিত সেবা  থেকে বঞ্চিত হচ্ছে রোগীরা। জীবন বাঁচাতে বাধ্য হয়ে রোগীরা যাচ্ছেন খুলনা-ঢাকার বিভিন্ন বড় হাসপাতালে।
কচুয়া উপজেলা থেকে আসা শহিদুল জানান, ১০দিন আগে মা’কে এখানে ভর্তি করার পর এখনো আছি। চিকিৎসক বলছেন- সব পরীক্ষার ব্যবস্থা নেই, খুলনায় নিয়ে যান। টাকার ব্যবস্থা করতে না পারায় খুলনা নিতে পারিনি।
বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার সাংবাদিকদের জানান, বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতাল হলেও সেই জনবল এখনো পাইনি। হাসপাতালটিতে ২২০ জন চিকিৎসক থাকার কথা থাকলেও এখন আছে মাত্র ২১ জন। চিকিৎসকের ১৯৯ পদই শূন্য। এখনো ১০০ শয্যার জনবলে চলছে এই হাসপাতালটি। ১০০ শয্যার জনবলের ৫৮টি প্রথম শ্রেণির পদের মধ্যে ৩৭টি পদই এখন শূন্য রয়েছে। এছাড়া অন্যান্য পদেও চরম জনবল সংকট রয়েছে। স্বাস্থ্য সেবার অনেক যন্ত্রপাতির সংকটও রয়েছে। রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর পরেও আমরা  রোগীদের সর্বোচ্চ সেবা দেয়ার  চেষ্টা করছি। জনবলসহ অন্যান্য সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status