খেলা
পেলের আরও কাছে নেইমার বড় জয়ে প্রস্তুতি সারলো ব্রাজিল
স্পোর্টস ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার
১৯৭৩ সালে প্রথম দেখায় তিউনিশিয়াকে ৪-১ গোলে হারিয়েছিল ব্রাজিল। ৪৯ বছর পর ফের উত্তর আফ্রিকান দলটিকে হারালো সেলেসাওরা। ব্যবধান ১ গোল বেড়েছে। মঙ্গলবার রাতে পিএসজির মাঠ পার্ক দেস প্রিন্সেসে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তিউনিশিয়াকে ৫-১ গোলে হারায় ব্রাজিল। বিশ্বকাপের আগে এটাই শেষ ম্যাচ তিতের দলের। জোড়া গোল করেন বার্সেলোনা স্ট্রাইকার রাফিনহা। জালের দেখা পান রিচার্লিসন, নেইমার ও পেদ্রো। তিউনিশিয়ার হয়ে একমাত্র গোলটি করেন মোনতাসার তালবি।
এক গোলের সুবাদে কিংবদন্তি পেলের আরও কাছে পৌঁছে গেছেন নেইমার। ব্রাজিলের হয়ে সর্বাধিক ৭৭ গোল করেন তিনবারের বিশ^কাপজয়ী তারকা পেলে। ৭৫ গোল নেইমারের। সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলে ৮ গোল করলো ব্রাজিল। গত শুক্রবার তারা ৩-০ গোলে হারিয়েছিল আফ্রিকার আরেক দল ঘানাকে। গত বছরের জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পর এ নিয়ে টানা ১৫ ম্যাচে অপরাজিত রইলো তিতের দল। এর মধ্যে তাদের জয় ১২ এবং ড্র ৩ ম্যাচে। ফিফা র্যাঙ্কিংয়ে ৩০তম স্থানে থাকা তিউনিসিয়াকে শুরু থেকে চেপে ধরে এক নম্বর দল ব্রাজিল। গোলের দেখা পেতেও বেশি সময় লাগেনি। একাদশ মিনিটে মাঝমাঠ থেকে কাসেমিরোর বুদ্ধিদীপ্ত পাসে অসাধারণ হেডে গোল আদায় করেন রাফিনহা। ১৮তম মিনিটেই অবশ্য সমতায় ফেরে তিউনিসিয়া। সতীর্থের ফ্রি-কিকে ডি-বক্সে লাফিয়ে হেডে সমতা টানেন ডিফেন্ডার মোনতাসার তালবি। তিউনিসিয়ার আনন্দ স্থায়ী হয়নি বেশিক্ষণ। ১৯তম মিনিটেই ব্রাজিলকে দ্বিতীয়বার লিড এনে দেন রিচার্লিসন। ২৯তম মিনিটে সফল স্পট কিকে স্কোরলাইন ৪-১ করেন নেইমার। আর ৭৪তম মিনিটে স্কোরশিটে নাম তোলেন পেদ্রো।
নেইমারকে বিশ্বকাপ থেকে ছিটকে দেয়ার চেষ্টা করেছে তিউনিশিয়া: তিতে
দরজায় কড়া নাড়ছে কাতার বিশ্বকাপ। মহাযজ্ঞের আগে প্রীতি ম্যাচের মোড়কে প্রস্তুতি সেরেছে ব্রাজিল। বিশ্বকাপের আগে সবশেষ ম্যাচে তিউনিশিয়ার বিপক্ষে ৫-১ গোলের জয় পায় সেলেসাওরা। ম্যাচে বাজে ফাউলের শিকার হন নেইমার। ব্রাজিল কোচ তিতের দাবি, তাদের সেরা তারকাকে বিশ্বকাপ থেকে ছিটকে দিতেই প্রতিপক্ষের এমন প্রচেষ্টা। ৪২তম মিনিটের খেলা চলছিল। ততক্ষণে ৪-১ গোলে এগিয়ে ব্রাজিল। তিউনিসিয়ার গোলমুখে আরেকটি আক্রমণ তৈরি করে সেলেসাওরা। সেই আক্রমণ ঠেকাতে ডি-বক্সের ঠিক সামনে নেইমারকে বাজেভাবে ফাউল করেন তিউনিসিয়ান ডিফেন্ডার ডিলান ব্রোন। আঘাত পেয়ে মাঠে কাতরাতে দেখা যায় নেইমারকে। ব্রোনকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ম্যাচশেষে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ব্রাজিল কোচ তিতে, ‘আমাদের ধারণা ছিল, এটি প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ হবে। কিন্তু নেইমারের সঙ্গে যা ঘটেছে তা আমি কল্পনাও করিনি। এটা একজন খেলোয়াড়কে বিশ্বকাপ থেকে ছিটকে দেয়ার পদক্ষেপ।’ ফাউলের আগে ২৯তম মিনিটে নেইমার যখন পেনাল্টি শট নিতে যান, তখন তার চোখে লেজার লাইট মারছিল তিউনিসিয়ার সমর্থকরা। যদিও পিএসজির মাঠে নেইমারকে দমাতে পারেনি সেই প্রচেষ্টা। দুর্দান্ত স্পটকিকে দলের বড় জয়ে ভূমিকা রাখেন তিনি। এমনকি গোল উদ্যাপনের সময়ও তারা ব্রাজিলিয়ানদের লক্ষ্য করে কিছু নিক্ষেপ করে। তিতে বলেন, ‘আমরা এমন একটি পরিবেশে খেলেছি যেখানে বেশিরভাগ সমর্থক তিউনিসিয়ার। আমি ব্রাজিলিয়ান ভক্তদের খুঁজে বের করার চেষ্টা করেছি। তুলনামূলকভাবে কম উপস্থিতি ছিল আমাদের সমর্থকদের।’