বাংলারজমিন
কিশোরগঞ্জে হত্যা মামলার মূল অভিযুক্ত গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
২৯ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবারকিশোরগঞ্জ জেলা শহরের উকিলপাড়া এলাকায় অনার্স পড়ুয়া চাচাতো ভাই আবিদ হাসান রাহাত (২২)কে ছুরিকাঘাত ও গলা কেটে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত জোবায়ের হাসান (২৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে নেত্রকোনা জেলার খালিয়াজুরি উপজেলা সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জোবায়ের হাসান ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার রাজগাতী গ্রামের মো. শহিদুল হক খন্দকারের ছেলে। তিনি পরিবারের সঙ্গে কিশোরগঞ্জ জেলা শহরের গাইটাল শাপলা মসজিদ এলাকায় বসবাস করতেন। অন্যদিকে নিহত আবিদ হাসান রাহাত ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের আউটপাড়া গ্রামের বাসিন্দা দক্ষিণ কয়রাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম আনোয়ারুল হকের ছেলে এবং কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। গত ২১শে সেপ্টেম্বর জেলা শহরের উকিলপাড়া সিএনজি স্ট্যান্ড এলাকার একটি বহুতল ভবনের তৃতীয়তলায় রাহাত হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। প্রতিদিনের ন্যায় ওইদিন বিকাল সাড়ে ৫টার দিকে আবিদ হাসান রাহাত চাচাতো বোন আরিফা সুলতানার বাসায় তার শিশুপুত্রকে প্রাইভেট পড়াতে গেলে পরিকল্পনা অনুযায়ী বাসায় গিয়ে হাজির হয় জোবায়ের। সেখানে বোন আরিফা সুলতানাকে তার কক্ষে তালাবদ্ধ করে রাহাতের ওপর ছুরি নিয়ে হামলে পড়ে জোবায়ের। এ সময় উপর্যুপরি ছুরিকাঘাতের মাধ্যমে রাহাতকে গলা কেটে হত্যার পর ঘটনাস্থল থেকে জোবায়ের হাসান পালিয়ে যায়। এ ঘটনায় নিহত রাহাতের মা মাহমুদা সুলতানা বাদী হয়ে জোবায়েরকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে পরদিন ২২শে সেপ্টেম্বর কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন
বাংলারজমিন সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]