অনলাইন
সাজেদা চৌধুরীর মৃত্যুতে সালমান এফ রহমানের শোক
স্টাফ রিপোর্টার
(২ বছর আগে) ১২ সেপ্টেম্বর ২০২২, সোমবার, ১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:২১ অপরাহ্ন

বর্ষীয়ান রাজনীতিবিদ সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, এমপি। সাজেদা চৌধুরীর মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি উল্লেখ করে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক আন্দোলন, অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা এবং নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে তিনি যে অসামান্য অবদান রেখেছেন তা চিরস্মরণীয় থাকবে।
সোমবার (১২ সেপ্টেম্বর) এক শোক বার্তায় সালমান এফ রহমান মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সালমান এফ রহমান মনে করেন, প্রতিথযশা এই বরেণ্য রাজনীতিবিদকে বাংলাদেশে গণতন্ত্রের বিকাশে এ জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।
সৈয়দা সাজেদা চৌধুরী গ্রামীণ উন্নয়ন ও শিক্ষায় বিশেষ অবদানের জন্য ইউনেস্কোর ফেলোশিপপ্রাপ্ত হন। তিনি গার্ল-গাইড এসোসিয়েশনের জাতীয় কমিশনার হিসেবে সর্বোচ্চ সম্মানসূচক পদক ‘সিলভার এলিফ্যান্ট’ অর্জন করেছিলেন। মহান মুক্তিযুদ্ধে গৌরবময় অবদানের জন্য সৈয়দা সাজেদা চৌধুরী ২০১০ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন।