ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১২ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

বড় সুযোগ লুফে নিতে চান ইমন

স্পোর্টস রিপোর্টার, (ক্যান্ডি) শ্রীলঙ্কা থেকে

(১ দিন আগে) ৭ জুলাই ২০২৫, সোমবার, ৮:৪৯ অপরাহ্ন

mzamin

তানজিদ হাসান তামিমের সঙ্গে কে করবেন ওপেন? ধারণা করা হচ্ছিল নাঈম শেখের কথা। কিন্তু ২ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে ওয়ানডে অভিষেক হয় পারভেজ হোসেন ইমনের। প্রথম ম্যাচে ১৩ রান করলেও, একই ভেন্যুতে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে দারুণ ঝলক দেখান ওপেনার। মাত্র ৬৯ বলে ৬৭ রানের একটি দায়িত্বশীল ইনিংস খেলেন, যেখানে ছিল ৬ চার ও ৩টি ছক্কা। তার এই অর্ধশতক এবং তৌহিদ হৃদয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি দলের ২৪৮ রানের সংগ্রহে বড় ভূমিকা রাখে, যা বাংলাদেশকে শেষ পর্যন্ত ১৬ রানের জয় এনে দেয়। এটি তার ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ফিফটি। তৃতীয় ম্যাচেও দল তার উপর আস্থা রাখছে এটা নিশ্চিত। তিনিও চান দলের হয়ে বড় সুযোগ লুফে নিতে। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জিতলেই ইতিহাস। যা হাত ছাড়া করতে চায় না দল এমনটাই জানিয়েছেন তরুণ এই ওপেনার। তিনি বলেন, ‘আমাদের জন্য বড় সুযোগ। ম্যাচ জিতলেই ভালো একটা সিরিজ জয় হবে। সবার মধ্যে আবারো আত্মবিশ্বাস ফিরবে। শেষ ম্যাচ জয়ের পর আত্মবিশ্বাসটাও এখন দারুণ। আমরা চেষ্টা করবো কালকের ম্যাচটা জিতে নিতে।’ 
দ্বিতীয় ওয়ানডেতে গুরুত্বপূর্ণ ফিফটি হাঁকানো এই ব্যাটসম্যান আত্মবিশ্বাসী যে দল সিরিজ জয়ের জন্য পুরোপুরি প্রস্তুত। শুধু তাই নয় নিজের ব্যাটিংয়ে তিনি আস্থা রাখছেন।

ইমন বলেন, ‘দ্বিতীয় ওয়ানডেতে আমরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছি, সেটা আমাদের দলের আত্মবিশ্বাসকে অনেক বাড়িয়ে দিয়েছে। শ্রীলঙ্কাকে তাদের ঘরের মাঠে হারানো সবসময়ই কঠিন, কিন্তু আমরা প্রমাণ করেছি যে আমরা তা করতে পারি। সবশেষ আমার ফিফটি দলের জন্য গুরুত্বপূর্ণ ছিল, তবে আমি মনে করি আরও বড় ইনিংস খেলা উচিত ছিল। পরের ম্যাচে সুযোগ পেলে আমি চেষ্টা করব আরও বেশি অবদান রাখতে এবং দলকে একটি বড় স্কোর এনে দিতে।’ যদিও নিজের ব্যাটিং দুর্বলতাও লুকাননি এই তরুণ।  তবে তা উৎরে যাবেন বলেই বিশ্বাস ইমনের। তিনি বলেন ‘আমাদের ব্যাটিংয়ে কিছু ছোটখাটো সমস্যা আছে, যেমন জুটি গড়া এবং সেট হওয়ার পর উইকেট বিলিয়ে দেওয়া। আমরা এসব নিয়ে কাজ করছি। আশা করি, সিরিজের শেষ ম্যাচে আমরা আরও ভালো পারফর্ম করতে পারব।’ অবশ্য তিনি মিডল অর্ডারের ব্যাটিংয়ে বেশি জোর দেয়ার কথাই বলেন। ইমনের মতে, নাজমুল (শান্ত) ভাই এবং মিরাজ (মেহেদী হাসান মিরাজ) ভাই আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য। তাদের কাছ থেকে আরও বড় ইনিংস আশা করছি। আমাদের মিডল অর্ডারকে আরও বেশি দায়িত্ব নিতে হবে, বিশেষ করে যখন ওপেনাররা দ্রুত আউট হয়ে যাবে।’ 

অন্যদিকে বোলারদের পারফরম্যান্স নিয়ে ইমন সন্তোষ প্রকাশ করেন, বিশেষ করে তানভীর ইসলামের অসাধারণ বোলিংকে তিনি বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘তানভীর খুব ভালো বোলিং করেছে। পাঁচ উইকেট নেওয়াটা তার জন্য দারুণ ব্যাপার। পেসাররাও ভালো করছে, আশা করি শেষ ম্যাচে সবাই মিলে আরও ভালো করবে।’ এছাড়াও এই ম্যাচের আগে বৃষ্টির সম্ভাবনার কথা বেশ আলোচনা হচ্ছে। তবে তা নিয়ে আগেই ভাবতে চান না ইমন। তিনি বলেন, ‘বৃষ্টি আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা কেবল আমাদের খেলাটার ওপর মনোযোগ দিতে পারি। যদি বৃষ্টি আসে, তাহলে ডিএল মেথড অনুযায়ী আমাদের সেরাটা দিতে হবে।’
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status