ঢাকা, ৬ জুলাই ২০২৫, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৯ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

গারনাচো-রাশফোর্ডেসহ ইউনাইটেড ছাড়ছেন ৫ ফুটবলার

স্পোর্টস ডেস্ক

(১৯ ঘন্টা আগে) ৫ জুলাই ২০২৫, শনিবার, ৬:০৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:৪০ অপরাহ্ন

mzamin

মার্কাস রাশফোর্ড আর আলেজান্দ্র গারনাচো মৌসুম শেষে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়বেন এটা মোটামুটি নিশ্চিতই ছিল। এবার ওল্ড ট্রাফোর্ড ছাড়ার তালিকায় তাদের সঙ্গে যোগ দিলেন জেডন সানচো, অ্যান্টনি ও টাইরেল ম্যালাসিয়া। সবমিলিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে যাচ্ছেন ৫জন ফুটবলার।

২০২৫–২৬ মৌসুম সামনে রেখে ম্যানচেস্টার ইউনাইটেডের অনুশীলন শুরু হবে সোমবার।  ক্যারিংটন ট্রেনিং গ্রাউন্ডের এই অনুশীলনে থাকছেন না রাশফোর্ড গারনাচো, জেডন সানচো, অ্যান্টনি ও টাইরেল ম্যালাসিয়া। পাঁচ ফুটবলারই ক্লাবকে জানিয়ে দল চলে যাওয়ার ইচ্ছার কথা জানিয়ে দিয়েছেন।

দ্য টাইমস জানিয়েছে, এরই মধ্যে ক্লাব ছাড়তে যাওয়া খেলোয়াড়দের জার্সি নম্বর সরিয়ে নিয়েছে ইউনাইটেড। ৭ বছর রাশফোর্ডের নামে থাকা ১০ নম্বর জার্সি নতুন খেলোয়াড় ম্যাথিউস কুনহাকে দেওয়া হয়েছে। ২৬ বছর বয়সী এই ব্রাজিলিয়ানকে এবার ৬.২৫ কোটি পাউন্ডে উল্ভারহাম্পটন থেকে কিনেছে ইউনাইটেড।

তবে যে ৫ ফুটবলার ক্লাব ছাড়তে চলেছেন, তাদের সবারই পরবর্তী গন্তব্য এখন পর্যন্ত অনিশ্চিত। যদি তারা দলবদল করতে না পারেন, তাহলে পাঁচজনকেই জুলাইয়ের শেষ দিকে আবার ইউনাইটেডে যোগ দিতে বলা হয়েছে। এর আগে তারা চাইলে ক্যারিংটনের অনুশীলন–সুবিধা ব্যবহার করতে পারবেন। তাদের জন্য কোচিং স্টাফও বরাদ্দ থাকবে, যাতে তাঁরা মূল দল থেকে আলাদা থেকে কাজ করতে পারেন।

আগামী ২২শে জুলাই প্রাক্‌–মৌসুমের ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে যাবে ইউনাইটেড। সেখানে তিন ইংলিশ ক্লাব এভারটন, ওয়েস্টহাম ও বোর্নমাউথের বিপক্ষে খেলবে রেড ডেভিলরা।

ইউনাইটেড কর্তৃপক্ষ জানিয়েছে, ২৭ বছর বয়সী রাশফোর্ড ইউনাইটেডের সাম্প্রতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ এবং ক্লাবের অন্যতম সফল একাডেমি গ্র্যাজুয়েট হিসেবে তিনি সব সময়ই সম্মান পাবেন।

গত মৌসুমে ইংলিশ ফরোার্ডের মনোযোগ ও নিবেদন নিয়ে প্রশ্ন তুলেছিলেন ইউনাইডেট কোচ আমোরিম।
এরপর রাশফোর্ড ধারে অ্যাস্টন ভিলায় চলে যান। সেখানে ১৭ ম্যাচে ৪ গোল আর ৬ গোলে সহায়তায় ভালোই করেছেন। ইউনাইটেডে র‍্যাশফোর্ডের বর্তমান চুক্তির মেয়াদ এখনো তিন বছর বাকি। তার জন্য ৪ কোটি পাউন্ড ট্রান্সফার চাইছে ইউনাইটেড। সেটা না হলে আগামী মৌসুমে তাঁকে ধারে ছেড়ে দিলেও বেতন বাবদ ক্লাবের ১.৭০ কোটি পাউন্ড সাশ্রয় হবে।

রাশফোর্ডের বার্সেলোনার সঙ্গে কথাবার্তা বলেছেন। তিনি নিজেও বার্সায় খেলতে আগ্রহী, যেটা গত মাসে লামিনে ইয়ামালের সঙ্গে খেলতে চাওয়ার মাধ্যমেই প্রকাশ করেছেন। তবে স্প্যানিশ ক্লাবটির আর্থিক সংকট এখনো রয়ে গেছে। তবে নিকো উইলিয়ামস বার্সায় না যাওয়ায় তার প্রতি আগ্রহ দেখাতে পারে ক্লাবটি

ইউনাইটেড ছাড়তে চাওয়া অন্য চারজনের মধ্যে গারনাচোকে নিতে আগ্রহী ইতালির ক্লাব নাপোলি। তবে আর্জেন্টিনার এই ফরোয়ার্ড প্রিমিয়ার লিগে থাকতে বেশি আগ্রহী। ২৫ বছর বয়সী উইঙ্গার সানচোকে এক মৌসুমের ধারের মেয়াদ শেষে চেলসি ২.৫ কোটি পাউন্ডে কিনে নেওয়ার সুযোগ পেয়েছিল, কিন্তু তারা স্থায়ী চুক্তিতে যেতে রাজি হয়নি। ফলে চেলসিকে ৫ কোটি পাউন্ড জরিমানাও দিতে হয়েছে ইউনাইটেডকে।

আর অ্যান্টনি গত মৌসুমে ধারে খেলেছেন রিয়াল বেতিসে, স্প্যানিশ ক্লাবটি তাঁকে স্থায়ীভাবে রাখতেও আগ্রহী। তবে বেতনের বিষয়ে এখনো বনিবনা হয়নি।

 

 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status