খেলা
জোটার বাকি বেতন পরিবারকে দিচ্ছে লিভারপুল
স্পোর্টস ডেস্ক
(২২ ঘন্টা আগে) ৫ জুলাই ২০২৫, শনিবার, ৩:৩৫ অপরাহ্ন

লিভারপুল ফুটবলার দিয়োগো জোটার অকাল মৃত্যুতে এখনও শোকাচ্ছন্ন পুরো বিশ্ব। পর্তুগালের এই ফুটবলারের সঙ্গে লিভারপুলের চুক্তি ছিল ২০২৭ সাল পর্যন্ত। জোটা মারা গেলেও চুক্তির পুরো সময়ের বেতন দেবে ক্লাবটি। এছাড়া জোটার তিন সন্তানের লেখা পড়ার দায়িত্বও নিচ্ছে তারা। ২০২২ সালে ৫ বছরের জন্য লিভারপুলের সঙ্গে চুক্তি নবায়ন করেন জোটা। যেখানে সপ্তাহে তার বেতন ১ লাখ ৪০ হাজার ইউরো (বাংলাদেশি টাকায় ২ কোটি ৩ লাখ টাকা)। আর বছরে পেতেন প্রায় ৭.২ মিলিয়ন ইউরো (বাংলাদেশি টাকায় ১০৪ কোটি ৪০ লাখ টাকা)। লিভারপুল জোটার পরিবারকে চুক্তির বাকি থাকা ২ বছরের স্যালারি ১৪.৫ মিলিয়ন ইউরো দিচ্ছে (বাংলাদেশি টাকায় ২১০ কোটি ২৫ লাখ টাকা)। লিভারপুল জোটা মারা যাওয়ার পর তার প্রতি সম্মান দেখানোতে কমতি রাখছে না। ইতিমধ্যে যে ২০ নম্বর জার্সি পরে খেলতেন জোটা, সেটা তুলে রাখার ঘোষণা দিয়েছে তারা।
জোটার ৫, ২ ও ১ বছর বয়সী তিন সন্তান আছে। মাত্র দুই সপ্তাহ আগেই দীর্ঘদিনের বান্ধবী রুট কারদোসোকে বিয়ে করেন তিনি। তিন সন্তানের আজীবনের লেখাপড়ার দায়িত্ব নিচ্ছে লিভারপুল। বিয়ের আনুষ্ঠানিকতা কাটিয়ে লিভারপুলের প্রি সিজন ক্যাম্পে যোগ দিতে যাচ্ছিলেন জোটা। ফুসফুসে অস্ত্রোপচার করায় প্লেনে উঠতে নিষেধ করেন ডাক্তার। এজন্য ছোট ভাই আন্দ্রে সিলভাকে নিয়ে গাড়িতে করে স্পেন হয়ে ইংল্যান্ডে যাচ্ছিলেন জোটা। কিন্তু স্পেন পার হওয়ার আগেই দুর্ঘটনা কেড়ে নিলো তার প্রাণ। স্পেনের জামোরা প্রদেশের এ-৫২ মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে। এরপর গাড়িতে আগুন ধরে গেলে পুড়ে মারা যান দুই ভাই।
২০২০ সালে ওলভস থেকে অ্যানফিল্ডে যোগ দেন জোটা। অলরেডদের জার্সিতে ১৮২ ম্যাচ খেলে ৬৫ গোল করেন তিনি। এছাড়া ২৬টি গোলে সহায়তাও করেন এই পর্তুগিজ ফরোয়ার্ড। গেলো মৌসুমেই লিভারপুলের হয়ে ইংলিশ প্রিমিয়ার লীগ ও এফএ কাপ জিতেছেন তিনি। এরপর পর্তুগালের জার্সিতে ন্যাশন্স লীগ জিতেছেন জোটা।
পাঠকের মতামত
Love for All Reds . RIP JOTA