খেলা
২৪৮ রানে শেষ বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
(২২ ঘন্টা আগে) ৫ জুলাই ২০২৫, শনিবার, ২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৫৯ অপরাহ্ন

সিরিজ বাচানোর লড়াইয়ে শ্রীলঙ্কাকে ২৪৯ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। ২ চার ও সমান ছক্কায় ২১ বলে ৩৩ রান করে আরেক প্রান্তে অপরাজিত থাকেন তানজিম। শেষ উইকেটে ৩০ রান যোগ করেন তানজিম–মোস্তাফিজ। হাফ সেঞ্চুরি পাওয়া পারভেজ হোসেন ইমন করেন ৬৭ রান। শ্রীলঙ্কার হয়ে ৪ উইকেট পান আশিথা ফার্নান্দো, ৩ উইকেট নেন হাসারাঙ্গা।
হৃদয়কে একা রেখে ফিরলেন জাকের
দলের রান ২০০ পার করেই ফিরলেন জাকের। লেগ বিফোর উইকেটের শিকার হন তিনি। উইকেটে একাই লড়ছেন তাউহীদ হৃদয়।
দলকে বিপদে রেখে উইকেট ছুড়ে দিলেন মিরাজ
যখন জুটি গড়ার দরকার, তখনই উইকেট ছুড়ে দিলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। পুল করতে গিয়ে স্কয়ার লেগে ধরা পড়েন তিনি।
গুগলি না বুঝে বোল্ড হলেন ইমন
ওয়ানিন্দু হাসারাঙ্গার টানা কয়েকটি গুগলি খেলতেই পারেননি পারভেজ হোসেন ইমন।সেই ডেলিভারিতেই বোল্ড হলেন ৬৭ রান করা এই ব্যাটার।
ইমনের ফিফটি, বাংলাদেশের একশ
ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই প্রথম ফিফটির দেখা পেলেন পারভেজ হোসেন ইমন। একই সঙ্গে বাংলাদেশের দলীয় সংগ্রহ ১০০ ছাড়িয়েছে।
শান্তর বিদায়ে ভাঙলো প্রতিরোধ
তানজীদ হাসান তামিম ফেরার পর নাজমুল হোসেন শান্তকে নিয়ে প্রতিরোধ গড়েন পারভেজ হোসেন ইমন। স্কোরবোর্ডও সচল ছিল ভালোভাবে। তবে শান্তর বিদায়ে ভাঙলো ৬৩ রানের জুটি।
শুরুতেই তামিমকে হারালো বাংলাদেশ
আগের বলেই জোড়ালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। পরের বলেই খোচা মেরে আউট হলেন বাংলাদেশের ওপেনার তানজীদ হাসান তামিম। নতুন ব্যাটার নাজমুল হোসেন শান্ত।
ব্যাটিংয়ে বাংলাদেশ, লিটনের জায়গায় শামীম
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। একাদশে দুই পরিবর্তন এনেছে সফরকারীরা। লিটন দাসের জায়গায় এসেছেন শামীম হোসেন, তাসকিন আহমেদের জায়গায় হাসান মাহমুদ।
একাদশে দুই পরিবর্তন এনেছে শ্রীলঙ্কাও। মিলান রত্নায়েকে ও ইশান মালিঙ্গায় জায়গায় এসেছেন দুনিত ভেল্লালাগে ও দুশমন্ত চামিরা। সিরিজের প্রথম ম্যাচ হারায় সিরিজে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে।
বাংলাদেশ একাদশ-মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, তানজিম হাসান, মোস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।
শ্রীলঙ্কা একাদশ- চারিত আসালঙ্কা (অধিনায়ক), নিশান মাদুশকা, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, জানিত লিয়ানাগে, দুনিত ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহিশ তিকশানা, দুশমন্ত চামিরা ও আসিতা ফার্নান্দো।