খেলা
লিভারপুলের ক্লিনার থেকে সিকিউরিটি গার্ড, সবাই পেলো মানের উপহার
স্পোর্টস ডেস্ক
১৯ আগস্ট ২০২২, শুক্রবার
লিভারপুল ছেড়ে চলে গেছেন জার্মানির বায়ার্ন মিউনিখে। তবে অ্যানফিল্ডের স্টাফদের কথা মনে রেখেছেন সাদিও মানে। তাইতো লিভারপুলের ১৫০ কর্মচারীর জন্য চকোলেটের বাক্স উপহার পাঠালেন এই সেনেগালিজ তারকা। উপহারের মধ্যে আরো ছিল মানের সাইন করা কার্ড এবং ছবি।
মানের চকোলেট পাঠানোর খবর টুইটারে পোস্ট করে জানান জার্মান ট্যাবলয়েড বিল্ডের সাংবাদিক ক্রিস্টিয়ান ফাল্ক। তিনি লিখেন, ‘লিভারপুল কর্মচারীদের জন্য ১৫০ বাক্স উপহার পাঠিয়েছেন মানে।
পরিচ্ছন্নতা কর্মী থেকে শুরু করে নিরাপত্তা রক্ষীÑ সবাই মানের চকোলেট, তার ছবি এবং কার্ড পেয়েছে।’ প্রতিটি কার্ডের ভেতরে লিখা রয়েছে, ‘ইউ নেভার ওয়াক এলোন।’ যেটি লিভারপুলের অফিসিয়াল থিম সংয়ের টাইটেল।
৬ বছরে লিভারপুলের হয়ে প্রিমিয়ার লীগ, চ্যাম্পিয়নস লীগসহ সম্ভাব্য সব ট্রফিই জিতেছেন মানে। ২৬৯ ম্যাচে ১২০ গোল এবং ৪৯ অ্যাসিস্ট নিয়ে অলরেডদের বিদায় জানান তিনি। এবারের দলবদলে বায়ার্নে যোগ দেন মানে। ৩০ বছর বয়সী এই ফরোয়ার্ডকে পেতে ৪১ মিলিয়ন পাউন্ড খরচ হয় বায়ার্নের। বুন্দেসলিগায় দারুণভাবে মানিয়ে নিয়েছেন মানে। বায়ার্নের জার্সিতে তিন ম্যাচেই করে ফেলেছেন দুই গোল।