অনলাইন
সড়ক অবরোধ করে নতুনবাজার মোড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার
(২ সপ্তাহ আগে) ২১ জুন ২০২৫, শনিবার, ১১:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:০৪ অপরাহ্ন

কয়েকজন শিক্ষার্থীকে ‘বহিষ্কার’ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের ‘স্বেচ্ছাচারী আচরণের’ প্রতিবাদে রাজধানীর নতুনবাজার মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা। শনিবার সকাল ৮টা থেকে বিক্ষোভ শুরু করেন তারা। এতে ওই এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকালে সেখানে জড়ো হন শিক্ষার্থীরা। পরে তারা রাস্তায় অবস্থান নেন এবং অবরোধ করেন। এসময় শিক্ষার্থীদের অনেকের হাতে প্রতিবাদী প্ল্যাকার্ডও দেখা গেছে।
শিক্ষার্থীদের অভিযোগ, কোনো ব্যাখ্যা ছাড়াই বেশ কয়েকজন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পূর্ণ তদন্ত না হওয়া এবং দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা না নেয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা।
পাঠকের মতামত
ফ্যাসিস্ট বিদায় হওয়ার পর রাস্তা বন্ধ করে এই ধরনের আন্দোলন অবান্তর। চালকদের উচিত সোজা গাড়ি চালিয়ে দেয়া