অনলাইন
হার্ভার্ডকে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি থেকে বিরত রাখার ট্রাম্পের প্রচেষ্টায় বাধা ফেডারেল বিচারকের
মানবজমিন ডিজিটাল
(১ সপ্তাহ আগে) ২১ জুন ২০২৫, শনিবার, ১১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:০৪ অপরাহ্ন

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে ইচ্ছুক আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রবেশ নিষিদ্ধ করতে চেয়েছিলেন। আর সেই পথে বাধা হয়ে দাঁড়ালেন এক ফেডারেল বিচারক। ফলে হোয়াইট হাউসের সাথে লড়াইয়ের মধ্যে একাধিক সরকারি নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে আইভি লীগ স্কুল আরেকটি জয় পেয়ে গেলো।
বোস্টনের মার্কিন জেলা বিচারক অ্যালিসন বুরোসের আদেশে মামলার নিষ্পত্তির সময় হার্ভার্ডকে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি করার ক্ষমতা সংরক্ষণ করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় যে সমস্ত আইনি বাধার সম্মুখীন তার সবকটির সমাধান করা হয়নি।
উল্লেখযোগ্যভাবে, বুরোস বলেছেন, আইনে বর্ণিত স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে হার্ভার্ডের ক্ষমতা পর্যালোচনা করার ক্ষমতা এখনও ফেডারেল সরকারের রয়েছে। মে মাসে হার্ভার্ড ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির বিরুদ্ধে মামলা করে, যখন এই সরকারি বিভাগটি হঠাৎ করে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি এবং তাদের ভিসার জন্য কাগজপত্র জারি করার ক্ষেত্রে স্কুলের সার্টিফিকেশন প্রত্যাহার করে নেয়। এই পদক্ষেপের ফলে হার্ভার্ডের প্রায় ৭,০০০ আন্তর্জাতিক শিক্ষার্থীকে(মোট ভর্তির প্রায় এক-চতুর্থাংশ) অন্যত্র স্থানান্তরিত হতে বাধ্য করা হয়, অথবা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকার ঝুঁকির মুখে ফেলা হয়। সেইসঙ্গে নতুন বিদেশি শিক্ষার্থীরাও হার্ভার্ডে আসতে বাধার মুখে পড়তেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে যে, ক্যাম্পাস বিক্ষোভ, ভর্তি, নিয়োগ এবং আরও অনেক কিছু সম্পর্কিত হার্ভার্ড নীতিমালা পুনর্বিবেচনার জন্য হোয়াইট হাউসের দাবি প্রত্যাখ্যান করার জেরে প্রতিশোধের সম্মুখীন হচ্ছে। হার্ভার্ড মামলা করার কয়েক ঘন্টা পরেই বুরোস সাময়িকভাবে সরকারের পদক্ষেপ স্থগিত করে দেন। জুনের প্রথম দিকে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প একটি নতুন কৌশল অবলম্বন করার চেষ্টা করেছিলেন। তিনি একটি ভিন্ন আইনি যুক্তি দেখিয়ে বিদেশি শিক্ষার্থীদের হার্ভার্ডে পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করার ঘোষণা জারি করেছিলেন। হার্ভার্ড এই পদক্ষেপকে চ্যালেঞ্জ করে। যার জেরে ট্রাম্পের ঘোষণার ওপর সাময়িকভাবে স্থগিতাদেশ জারি করেছেন বুরোস।
হার্ভার্ড কর্তৃপক্ষ শুক্রবার আন্তর্জাতিক শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি ইমেইলে বলেছে, আমরা আশা করি বিচারক আগামী দিনে আরও স্থায়ী সিদ্ধান্ত জারি করবেন। যদি শিক্ষার্থী ভিসায় নতুন কোনো পরিবর্তন না আসে তাহলে আমাদের স্কুলগুলো আন্তর্জাতিক শিক্ষার্থী এবং গবেষকদের তাদের শিক্ষাগত কাজ যথাসম্ভব পূর্ণমাত্রায় চালিয়ে যাওয়া নিশ্চিত করার প্রচেষ্টা জারি রাখবে।
এদিকে হার্ভার্ড বনাম ট্রাম্প প্রশাসনের আইনি লড়াই বর্তমান শিক্ষার্থীদের অস্থির করে তুলেছে। বিশ্বজুড়ে অনেক শিক্ষার্থীই ধন্ধে রয়েছেন যে, তারা আদৌ আমেরিকার এই প্রাচীনতম ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন কিনা।আদালতে দাখিল করা এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের হার্ভার্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তি বন্ধ করার প্রচেষ্টা ভয়, উদ্বেগ এবং বিভ্রান্তির পরিবেশ তৈরি করেছে। হার্ভার্ডের অভিবাসন পরিষেবা পরিচালক মৌরিন মার্টিন বলেছেন, অগণিত আন্তর্জাতিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে নিজেদের স্থানান্তরের বিষয়ে জিজ্ঞাসা করেছেন।
সূত্র : এপি নিউজ