অনলাইন
ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১১
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে
(১ সপ্তাহ আগে) ২১ জুন ২০২৫, শনিবার, ১০:২১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৪০ অপরাহ্ন

ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে হালুয়াঘাট-ময়মনসিংহ সড়কের ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা ইন্দিরারপার এলাকায় যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার সংঘর্ষে ৮ জন নিহত হন।
এর আগে বিকাল সাড়ে ৫টার দিকে একই সড়কের তারাকান্দা উপজেলার কোদালধর বাজারের হিমালয় ফিলিং স্টেশনের সামনে যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে রোগীবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হন।
ফুলপুরে নিহতরা হলেন-উপজেলার মো. জসিম উদ্দিনের ছেলে ফরিদ মিয়া (৩৮), মৃত মইজ উদ্দিনের ছেলে জহুর আলী (৭০), আব্দুল কুদ্দুসের স্ত্রী হাছিনা খাতুন (৭০), হালুয়াঘাটের মৃত জবান আলীর ছেলে শামসুদ্দিন (৬৫), রংপুর জেলার ঘুড়িমারা উপজেলার আজিম (৩৫)। বাকি ৩ জনের পরিচয় পাওয়া যায়নি।
তারাকান্দার দুর্ঘটনায় নিহতরা হলেন—জেলার সদর উপজেলার কোরবান আলীর ছেলে আলম (৪০), ধোবাউড়ার মৃত আব্দুল বারেকের স্ত্রী জবেদা খাতুন (৮৫), ফুলপুর উপজেলার জামাল উদ্দিনের ছেলে রাকিবুল হাসান (১৫)।
ময়মনসিংহ জেলা ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক মো. মাসুদ সরদার বলেন, ‘ময়মনসিংহ থেকে ছেড়ে আসা শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস হালুয়াঘাটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কাজিয়াকান্দা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী মাহিন্দ্রার সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই এক নারীসহ ৫ জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে একজন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুই জন মারা যান।’
এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে হালুয়াঘাট-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়।
এদিকে, তারাকান্দা থানার ওসি মো. টিপু সুলতান বলেন, ‘একটি অ্যাম্বুলেন্স হালুয়াঘাট যাচ্ছিল। এ সময় ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৩ জনের মৃত্যু হয়।’