ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

অনলাইন

লস অ্যাঞ্জেলেস বিক্ষোভ লাইভ করার সময় রাবার বুলেটে আহত অস্ট্রেলীয় সাংবাদিক

মানবজমিন ডিজিটাল

(২ সপ্তাহ আগে) ১০ জুন ২০২৫, মঙ্গলবার, ৬:০৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৩ পূর্বাহ্ন

mzamin

প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন নিষেধাজ্ঞার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভে চলছে  লস অ্যাঞ্জেলেস শহরে। ঘটনাস্থল থেকে সরাসরি রিপোর্ট করার সময় অস্ট্রেলিয়ার এক টেলিভিশন সাংবাদিক রাবার বুলেটের আঘাতে আহত হয়েছেন। ওই সাংবাদিকের নাম লরেন তোমাসি। তিনি  নাইন নিউজের মার্কিন প্রতিনিধি।  রোববার  লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ (এলএপিডি) ও ন্যাশনাল গার্ডের সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন বিক্ষোভকারীরা।  ভিডিওতে দেখা যায়, ঘটনার সময় সরাসরি সম্প্রচার করছিলেন লরেন। তিনি বলছিলেন, 'ঘণ্টার পর ঘণ্টা মুখোমুখি অবস্থানের পর পরিস্থিতি দ্রুত খারাপ হয়েছে। এলএপিডি সদস্যরা ঘোড়ায় চড়ে এগিয়ে আসছে, রাবার বুলেট ছুঁড়ছে এবং বিক্ষোভকারীদের সরে যেতে বাধ্য করছে।' এই বক্তব্যের কিছুক্ষণ পরই তোমাসি  নিজেই রাবার বুলেটের গুলিতে আহত হন। ভিডিও ফুটেজে দেখা যায়, এক পুলিশ সদস্য তাকে ও তার ক্যামেরা অপারেটরকে লক্ষ্য করে গুলি ছোঁড়েন। তোমাসিকে  কেঁদে উঠে পায়ে হাত দিতে দেখা যায়, আর এক প্রত্যক্ষদর্শী চিৎকার করে বলেন, 'তুমি একটা রিপোর্টারকে গুলি করেছ!' পরে আশপাশের লোকজন জানতে চাইলে তোমাসিবলেন, 'আমি ঠিক আছি।' 

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, মঙ্গলবার তোমাসির সাথে কথা বলার পর  ঘটনাটিকে "ভয়াবহ" এবং 'অগ্রহণযোগ্য' বলে অভিহিত করেছেন।আলবানিজ সাংবাদিকদের বলেন, 'তোমাসি  ঠিকঠাক আছে। কিন্তু সেই ফুটেজটি ভয়াবহ ছিল। 'আলবানিজ বলেন, ঘটনার ভিডিওতে দেখা গেছে যে তোমাসিকে  "স্পষ্টভাবে চিহ্নিত" করা হয়েছে একজন প্রতিবেদক হিসেবে।  এখানে কোনও অস্পষ্টতা নেই। আমরা   এটিকে  গ্রহণযোগ্য বলে মনে করিনা এবং আমরা মনে করি মিডিয়ার ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আলবানিজ বলেছেন যে তার সরকার ট্রাম্প প্রশাসনের কাছে ঘটনাটি উত্থাপন করেছে, তবে আর কোনও বিস্তারিত তথ্য তিনি দিতে চাননি। 

লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ শুক্রবার কয়েকশ লোকের উপস্থিতিতে শুরু হয়েছিল এবং রবিবারের মধ্যে তা হাজার হাজার লোকে পরিণত হয় যারা একটি প্রধান সড়ক অবরোধ করে এবং বেশ কয়েকটি  গাড়িতে আগুন ধরিয়ে দেয়।শনিবার,  ট্রাম্প, বিক্ষোভকারীদের  সমস্যা সৃষ্টিকারী এবং বিদ্রোহী  বলে অভিহিত করে গভর্নর গ্যাভিন নিউসমের আপত্তি সত্ত্বেও শহরে প্রায় ২,০০০ ন্যাশনাল গার্ড সেনা পাঠিয়ে দেন । ১৯৬৭ সালের পর রাষ্ট্রীয় সম্মতি ছাড়াই এটিই প্রথম ন্যাশনাল গার্ড মোতায়েন।এক উত্তেজনাপূর্ণ বিকেলে গুলি চালানোর ঘটনা ঘটে, যেখানে তোমাসি এবং তার  দল দাঙ্গা পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে আটকা পড়ে যান । খবর করতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছিলেন তিনি। সম্প্রচারের মাঝখানে একজন বিক্ষোভকারী কোনোমতে তাঁর ক্যামেরাটি ধরে ফেলেন। পরে নাইন নিউজের সাথে কথা বলার সময়, তোমাসি নিশ্চিত করেছেন যে তিনি ঠিক আছেন।সাংবাদিক বলেন, ‘আমার ক্যামেরাম্যান জিমি এবং আমি দুজনেই নিরাপদ। এই ধরণের  প্রতিবেদন করতে গেলে   দুর্ভাগ্যজনক বাস্তবতার সম্মুখীন তো হতেই হয়।’

সূত্র : সিবিএস নিউজ

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

নবীজীর সাহাবীদের নিয়ে কটূক্তি/ মৌলভীবাজারে নারী আইনজীবী আটক

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status