ঢাকা, ১৯ জুন ২০২৫, বৃহস্পতিবার, ৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ২১ জিলহজ্জ ১৪৪৬ হিঃ

অনলাইন

ট্রাম্পের জন্মদিনে বিশাল সামরিক কুচকাওয়াজের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন

মানবজমিন ডিজিটাল

(১ সপ্তাহ আগে) ১০ জুন ২০২৫, মঙ্গলবার, ৬:০১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৩ পূর্বাহ্ন

mzamin

বিক্ষোভের আগুনে জ্বলছে লস এঞ্জেলেস। আর এদিকে আগামী শনিবার মার্কিন সেনাবাহিনীর ২৫০ তম   এবং প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ৭৯ তম জন্মদিনকে স্মরণীয় করতে বিশাল  সামরিক কুচকাওয়াজের প্রস্তুতি শুরু হয়েছে ওয়াশিংটন। সিক্রেট সার্ভিসের ওয়াশিংটন ফিল্ড অফিসের ম্যাট ম্যাককুল বলেন, 'আমরা বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছি। ২৮ কিলোমিটারেরও বেশি অঞ্চল জুড়ে  অ্যান্টি-স্কেল ফেন্সিং তৈরি করা হবে এবং একাধিক ড্রোন আকাশে থাকবে।' সমগ্র কলম্বিয়া  সাধারণত ড্রোনের জন্য নো ফ্লাই জোন। মার্কিন সেনা কর্মকর্তারা সন্ধ্যার সামরিক কুচকাওয়াজে প্রায় দুই লাখ মানুষের উপস্থিতির আশা করছেন। ম্যাককুল বলেছেন যে, সংখ্যাটি লাখ লাখ হলেও আমরা  প্রস্তুত। দিনের বেলায় জন্মদিনের উৎসব এবং রাতের কুচকাওয়াজে প্রবেশাধিকার নিয়ন্ত্রণকারী নিরাপত্তা চৌকিতে মোট ১৭৫টি ম্যাগনেটোমিটার ব্যবহার করা হবে। 

মেট্রোপলিটন পুলিশ বিভাগের প্রধান পামেলা স্মিথ যান চলাচলের উপর বড় ধরনের প্রভাব পড়ার পূর্বাভাস দিয়েছেন। অনুষ্ঠান দেখতে অতিথিদের আগেভাগে পৌঁছানোর এবং গাড়ি ছেড়ে মেট্রো চড়ে যাওয়ার কথা বিবেচনা করার পরামর্শ দিয়েছেন। সামরিক কুচকাওয়াজকে জাতীয় বিশেষ নিরাপত্তা অনুষ্ঠান হিসেবে মনোনীত করা হয়েছে- প্রেইসডেন্টের অভিষেক বা রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার অনুরূপ। এই মর্যাদা সেইসব অনুষ্ঠানের জন্য সংরক্ষিত যেখানে বিপুল জনসমাগম অথবা  সম্ভাব্য গণ-জমায়াতের সৃষ্টি হয়। অনুষ্ঠানের আগে এফবিআই, ক্যাপিটল পুলিশ এবং ওয়াশিংটনের ন্যাশনাল গার্ড কন্টিনজেন্টের মধ্যে উচ্চ-স্তরের সমন্বয় বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে। মার্কিন সেনাবাহিনীর জন্মদিন উদযাপনের পরিকল্পনা ইতিমধ্যেই কয়েক মাস ধরে করা হয়েছিল। কিন্তু উদযাপনের দিনটি  ট্রাম্পের  ৭৯তম জন্মদিনের সঙ্গে মিলে যাওয়ায় এই অনুষ্ঠানটিকে একটি বিশাল সামরিক কুচকাওয়াজে রূপান্তরিত করার ইচ্ছা প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। যেখানে ৬০ টনের এম১ আব্রামস যুদ্ধ ট্যাঙ্ক এবং প্যালাডিন স্ব-চালিত হাউইটজার শহরের রাস্তায়  দেখা যাবে। 

এই প্রস্তুতির মাঝেই শনিবার বিভিন্ন আকারের একাধিক প্রতিবাদ মিছিলের  পরিকল্পনা করা হয়েছিল, যার মধ্যে সবচেয়ে বড়টি ছিল হোয়াইট হাউসের দিকে ‘নো কিংস’ সমাবেশ নামে একটি গণমিছিল। কর্মকর্তারা জানিয়েছেন, লস অ্যাঞ্জেলেসে আইন প্রয়োগকারী সংস্থা এবং বিক্ষোভকারীদের মধ্যে অভিবাসন-সম্পর্কিত সংঘর্ষ ছড়িয়ে পড়ার বিষয়ে তারা সতর্ক ছিলেন। সন্ত্রাসবাদ দমন ও সংকট ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত এফবিআইয়ের ওয়াশিংটন ফিল্ড অফিসের এজেন্ট ফিলিপ বেটস বলেছেন, এই মুহূর্তে এই অনুষ্ঠানের জন্য  কোনও  হুমকি নেই। জননিরাপত্তা বিষয়ক ডেপুটি মেয়র লিন্ডসে অ্যাপিয়াহ গত সপ্তাহে অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছিলেন যে মার্কিন সেনাবাহিনীর জন্মদিন উদযাপনের জন্য শহরের দীর্ঘদিনের পরিকল্পনা ছিল। কিন্তু স্বয়ং ট্রাম্প যখন এতে জড়িত হয়ে যান তখন  পরিকল্পনাগুলো  অল্প সময়ের নোটিশে অনেক বড় হয়ে যায় ।

সূত্র :সাউথ চায়না মর্নিং পোস্ট

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status