অনলাইন
স্বরাষ্ট্র উপদেষ্টা
আসামি বেশি থাকায় কে দোষী আর নির্দোষ, তা বের করে তদন্ত শেষ করতে দেরি হচ্ছে
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
(১ সপ্তাহ আগে) ১০ জুন ২০২৫, মঙ্গলবার, ১:১০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৩ পূর্বাহ্ন

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম বলেছেন, ‘জুলাই-আগস্ট অভ্যুত্থানে হত্যা মামলাগুলোর বাদী জনগণ। তাদের মামলার আসামি অনেক বেশি থাকায় কে দোষী আর কে নির্দোষ, তা বের করে তদন্ত কার্যক্রম শেষ করতে দেরি হচ্ছে।’ মঙ্গলবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা পরিদর্শন করে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মামলা বাণিজ্য ও দুর্নীতির সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না। তবে হ্যাঁ, বাংলাদেশের দুর্নীতি সবচেয়ে বড় সমস্যা। এটা কন্ট্রোলে আনতে পারলে দেশ অনেক এগিয়ে যেত।’
পুলিশ বিভাগের সংস্কারের অংশ হিসেবে পাইলট একটা প্রজেক্ট নেয়া হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সারাদেশে অনলাইনে মামলা ও জিডি গ্রহণ করার উদ্যোগ নেয়া হয়েছে। এর জন্য আর থানায় আসতে হবে না। এছাড়া আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য কাচের ঘর করে দেয়া হবে, এতে বাইরে থেকেই দেখা যাবে তার সঙ্গে কী রকম আচরণ করা হচ্ছে।’
পাঠকের মতামত
স্বরাষ্ট্রমন্ত্রী ও মন্ত্রণালয় অলস সময় কাটাচ্ছে জনসাধারণের কাজ করছে না ২০০৯ থেকে ২৪ পর্যন্ত লাইসেন্স কিন্তু বৈধ অস্ত্র গুলা যাচাই-বাছাই শেষে এখনো ফেরত দেওয়া হচ্ছে না হয়তো ফেরত দেওয়া হোক নয়তো লাইসেন্স বাতিল করা হোক গড়ে পড়তাহে সবার অস্ত্রকে অবৈধ বলা এটা কিছুতেই উচিত নয়