অনলাইন
চক্ষুবিজ্ঞানে স্বল্প পরিসরে চলছে জরুরি সেবা, দুর্ভোগে রোগীরা
স্টাফ রিপোর্টার
(১ সপ্তাহ আগে) ১০ জুন ২০২৫, মঙ্গলবার, ১২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১০ পূর্বাহ্ন

রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসাসেবা এক সপ্তাহ বন্ধ থাকার পর গত বুধবার সীমিত পরিসরে চালু হয়।
মঙ্গলবার সকালে জরুরি সেবার বাইরে বাড়তি চিকিৎসা না পেয়ে ফিরে যান রোগীরা। এতে দুর্ভোগে পড়েছেন তারা।
জরুরি বিভাগে প্রায় অর্ধশত রোগী চিকিৎসা নিচ্ছেন। জরুরি বিভাগে সেবা চালুর পর এই রোগীরা হাসপাতালে আসেন। কিন্তু হাসপাতালের পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি ও অন্যান্য সেবা বন্ধ থাকায় অনেক রোগীকে বিভিন্ন হাসপাতাল ঘুরতে হচ্ছে।
হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক জানে আলম গণমাধ্যমকে বলেন, ‘আমরা আপাতত জরুরি সেবা নিশ্চিতের চেষ্টা করছি।’ আগামী শনিবার থেকে সব সেবা চালুর চেষ্টা করছেন বলে জানান তিনি।
চিকিৎসক ও কর্মচারীদের সঙ্গে সেখানে চিকিৎসাধীন জুলাই গণ–অভ্যুত্থানে আহত ব্যক্তিদের মারামারি ও সংঘর্ষের জের ধরে গত ২৮ মে সকাল থেকে ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে অচলাবস্থা বিরাজ করছে। এখনও পর্যন্ত হাসপাতালটিতে পুরোপুরি চিকিৎসাসেবা চালু করা যায়নি।