অনলাইন
ফখরুল
সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে ড. ইউনূস-তারেক রহমান সাক্ষাৎ ‘টার্নিং পয়েন্ট’ হতে পারে
স্টাফ রিপোর্টার
(৩ সপ্তাহ আগে) ১০ জুন ২০২৫, মঙ্গলবার, ১১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১২ পূর্বাহ্ন

সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎ ‘টার্নিং পয়েন্ট’ হতে পারে বলে মনে করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
সাক্ষাতের বিষয়ে ফখরুল বলেন, ‘সাম্প্রতিককালে রাজনৈতিক যে প্রেক্ষাপট, যে অবস্থান, সে ক্ষেত্রে এটা একটা বড় ইভেন্ট। এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে, যদি সবকিছু সঠিকভাবে চলে। তাহলে নিঃসন্দেহে এটা টার্নিং পয়েন্ট হতে পারে।’
তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি (ইউনূস) যে হোটেলে উঠেছেন সেখানেই বৈঠক হবে।’
উল্লেখ্য, লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে আগামী শুক্রবার সকালে একটি অভিজাত হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।
সফরকালে বাকিংহাম প্যালেসে বৃটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি রাজার হাত থেকে গ্রহণ করবেন ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’।
পাঠকের মতামত
টানিং-মানিং বুঝিনা।আমরা চাই এক ব্যাক্তি দুই বারের বেশী প্রধানমন্ত্রী নয়।সংসদনেতা ও দলীয় প্রধান এক ব্যাক্তি নয়।
অনেকে ডঃ ইউনুস কে হ্যামিলনের বাশিওয়ালা বানাতে চাইলেও উনি নিজে দেশের বৃহত্তর স্বার্থে সকলকে নিয়ে দেশ গঠনের প্রচেষ্টা চালিয়ে দূরদর্শিতা ও প্রজ্ঞার পরিচয় দিচ্ছেন।
'প্রধান উপদেষ্টা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমন্ত্রণ জানিয়েছেন।. …..' কিন্তু এবিষয়ে যা শুনছি সবই বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্য। সরকারি ভাষ্য বা আমন্ত্রণপত্র কোথায়? এটা একটি আনুষ্ঠানিক বৈঠক হবে নাকি অন্যকিছু?