খেলা
অভিষেকে রঙিন ডি মারিয়া
স্পোর্টস ডেস্ক
(২ বছর আগে) ১৬ আগস্ট ২০২২, মঙ্গলবার, ১২:৪৮ অপরাহ্ন

গোল করলেন, করালেন- জুভেন্টাসের জার্সিতে অ্যাঞ্জেল ডি মারিয়ার অভিষেকটা হলো দুর্দান্ত। আর্জেন্টাইন তারকার আলো ছড়ানো পারফরম্যান্সে জুভেন্টাস পেয়েছে বড় জয়। সোমবার রাতে ইতালিয়ান সিরি আ’র নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে সাসুওলোকে ৩-০ গোলে হারায় তুরিনের বুড়িরা।
প্রাক মৌসুম প্রস্তুতিপর্ব ভালো কাটেনি জুভেন্টাসের। চার ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছিল দলটি। প্রস্তুতিপর্বের শেষ ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ৪-০ গোলে হেরেছিল দলটি। সে অধ্যায়ের ইতি টেনে মূলপর্বে ছন্দে ফিরলো জুভেন্টাস। সাসুওলোর বিপক্ষে দাপুটে জয় পেলেও ম্যাচে আক্রমণ এবং বল দখলে পিছিয়ে ছিল স্বাগতিকরা। ৪২ শতাংশ বল পজেশনে রাখা জুভেন্টাস ১৪টি শটের ৪টি লক্ষ্যে রাখে। অপরদিকে ৫৮ শতাংশ বল দখলে রাখা সাসুওলো ১৯টি শটের ৭টি রাখে লক্ষ্যে।
দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় জুভেন্টাস। ২৬তম মিনিটে অ্যাঞ্জেল ডি মারিয়ার লক্ষ্যভেদের পর ৪৩তম মিনিটে পেনাল্টি পায় জুভেন্টাস। সফল স্পটকিকে ব্যবধান দ্বিগুণ করেন দুসান ভøাহোভিচ। বিরতি থেকে ফিরে সার্বিয়ান তারকা ফের গোল করেন। এবার ডি মারিয়ার অ্যাসিস্টে স্কোরলাইন ৩-০ করেন ভ্লাহোভিচ।
৬৬তম মিনিটে পেশিতে চোট পান ডি মারিয়া। তবে তা গুরুতর কিছু নয় বলে জানিয়েছেন জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এক সপ্তাহ আগেও সে পেশির চোটে ভুগেছে। আমি এটা নিয়ে ভীত নই। আমরা দেখবো টেস্টের রিপোর্ট কী আসে।’ চোটের কারণে খেলায় ব্যথাগ্রস্ত মনে হচ্ছিল ডি মারিয়াকে। অ্যালেগ্রি মজা করে বলেন, ‘তার ফেসটাই এমন।’