ঢাকা, ২ জুলাই ২০২৫, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৫ মহরম ১৪৪৭ হিঃ

অনলাইন

বাজেট ২০২৫–২৬

দাম বাড়বে যেসব পণ্যের

স্টাফ রিপোর্টার

(৪ সপ্তাহ আগে) ২ জুন ২০২৫, সোমবার, ৩:৩৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৪ পূর্বাহ্ন

mzamin

আগামী ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। সোমবার বিকাল ৩টায় বাংলাদেশ টেলিভিশনে বাজেট বক্তৃতা শুরু করেন তিনি।

এবারের জাতীয় বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা। বাজেটে বেশকিছু পণ্যের দাম বাড়ানো হয়েছে। 

দাম বাড়বে যেসব পণ্যের-

সিগারেট, অনলাইন কেনাকাটা, রড, সাবান-শ্যাম্পু, দেশে তৈরি মোবাইল ফোন, গৃহস্থালি প্লাস্টিক সামগ্রী, এলপিজি, দেশে তৈরি এলপিজি সিলিন্ডার, ফ্ল্যাট, বলপয়েন্ট কলম, হেলিকপ্টার সার্ভিস, দেশে তৈরি ওয়াশিং মেশিন, দেশে তৈরি মাইক্রো ওভেন, দেশে তৈরি ইলেকট্রিক ওভেন, দেশে তৈরি ব্লেন্ডার-জুসার-মিক্সার-গ্রাইন্ডার, দেশে তৈরি ইলেকট্রিক কেটলি-ইস্ত্রি, দেশে তৈরি রাইস কুকার-প্রেসার কুকার, ব্লেড, দেশে তৈরি লিফট, দেশে তৈরি ফোর স্ট্রোক থ্রি-হুইলার যান, ওটিটি কনটেন্ট, বাণিজ্যিক ভবন (কমার্শিয়াল স্পেস), সেলফ-কপি পেপার-ডুপ্লেক্স বোর্ড-কোটেড পেপার, সুতা, ম্যানমেড ফাইবার, স্ক্রু-নাট-বোল্ট, সার্জিক্যাল কিটস, শিপ স্ক্র্যাপস গুডস, সিমেন্ট শিট, ক্রেডিট রেটিং সার্ভিস, থ্রি-হুইলার ব্যাটারি, সেটআপ বক্স ইত্যাদি।

এর আগে এদিন দুপুরে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয়। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক সভায় এই অনুমোদন দেয়া হয়।

জুলাই অভ্যুত্থানে ভিন্ন বাস্তবতায় সংসদের বাইরে ভিন্ন আঙ্গিকে এবার বাজেট উপস্থাপন করা হয়েছে।

২০২৫-২৬ অর্থবছরের এই বাজেট প্রস্তাব পাস হবে ৩০ জুন। ১ জুলাই থেকে শুরু হবে নতুন অর্থবছর।

পাঠকের মতামত

দেশীয় পণ্যের দাম বাড়িয়ে বিদেশি বিনিয়োগ আহ্বান দেশীয় বিনিয়োগকারীদের পথে বসানোর প্রক্রিয়া ছাড়া কিছুই নয়। দেশীয় শিল্প কারখানাকে যথাযথ পৃষ্ঠপোষকতা না দিয়ে বিদেশি বিনিয়োগে করাসহ বিভিন্ন ছাড় দেয়ার মাধ্যমে দেশীয় বিনিয়োগকারীদের অসম প্রতিযোগিতার মুখে ঠেলে দেয়া হচ্ছে।

প্রকাশে অনিচ্ছুক
২ জুন ২০২৫, সোমবার, ৫:২৭ অপরাহ্ন

দেশের তৈরি পণ্যের দাম না বাড়িয়ে বিদেশ থেকে আমদানীকৃত পণ্যের দাম বাড়ানো উচিৎ। তাহলে দেশীপণ্যের চাহিদা বৃদ্ধি পাবে এবং তৈরিকারক প্রতিষ্ঠানগুলো নিত্য-নতূন পণ্য উদ্ভাবনে উৎসাহ পাবে। মেডিক্যাল সামগ্রী এবং শিক্ষা সামগ্রী'র দাম বৃদ্ধি করা মোটেও উচিৎ নয়।।

রানা গাঙ্গুলী
২ জুন ২০২৫, সোমবার, ৪:২৭ অপরাহ্ন

দেশে তৈরী পণ্যের উপর আরোপিত টেক্স বাতিল করে একই পণ্যের আমদানীতে টেক্স বাড়ানো উচিত। যাতে দেশীয় পণ্য বাজারে টিকে থাকতে পারে। পাশাপাশি দেশীয় পণ্যের মান বাড়ানোর ব্যবস্থা করা উচিত।

জামশেদ পাটোয়ারী
২ জুন ২০২৫, সোমবার, ৪:১৫ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

নবীজীর সাহাবীদের নিয়ে কটূক্তি/ মৌলভীবাজারে নারী আইনজীবী আটক

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status