ঢাকা, ২৯ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ৩০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

শেষের পাতা

৫ সীমান্ত দিয়ে আরও ১১৮ জনকে পুশইন

বাংলারজমিন ডেস্ক
২৭ মে ২০২৫, মঙ্গলবার

ভারত থেকে বাংলাদেশে ‘পুশইন’ অব্যাহত রেখেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ। 
গতকালও ৫ সীমান্ত দিয়ে রাতের আঁধারে আরও ১১৮ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে তারা। এর মধ্যে ঝিনাইদহ সীমান্ত দিয়ে ৫৪ জন, কমলগঞ্জে ২১ জন, হবিগঞ্জের চুনারুঘাটে ১৯ জন, খাগড়াছড়িতে ১৯ জন ও চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৫ জন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে-

ঝিনাইদহ প্রতিনিধি জানান, ভারতের হরিয়ানা ও গুজরাটে বসবাসকারী ৫৪ জন ভারতীয় বাংলাদেশিকে সীমান্তের গেট খুলে দিয়ে বাংলাদেশে পুশইন করেছে বিএসএফ। রোববার বিকাল ৪টার পরে মহেশপুর ৫৮-বিজিবি ব্যাটালিয়নের অধীন কুসুমপুর ও বেনীপুর সীমান্ত দিয়ে পুশইনের ঘটনা ঘটে। পরে কুসুমপুর ও বেনীপুর বিওপি’র পৃথক অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১৯ জন নারী ও ২৪ জন শিশু। রোববার (২৫শে মে) রাত সাড়ে ৯টার দিকে মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটকৃতরা হলেন, খুলনার দাকোপ থানার কামারখোলা গ্রামের শামসুর শিকদারের ছেলে হাকিম সিকদার (৫২), হাকিম শিকদারের ছেলে শাহজাহান সিকদার (২১), নড়াইলের কালিয়া থানার বিষ্ণুপুর গ্রামের আপন মল্লিক (৫১), একই গ্রামের মালেক হাওলাদারের ছেলে মনি হাওলাদার (২৮), লালমনিরহাট সদরের খোরারপুল গ্রামে শাহজাদার ছেলে জাহাঙ্গীর আলম (৩২), জাহাঙ্গীর আলমের ভাই জিয়ারুল (২৩) ও রাসেল (২১), কুড়িগ্রামের নাগেশ্বরী থানার জয়মঙ্গল গ্রামের আইয়ুব আলীর ছেলে ইউসুফ আলী (২৬), একই গ্রামের জাকারিয়া হোসাইন (২৮), ও একই উপজেলার তেলীপাড়া গ্রামের মজিবর আলীর ছেলে আইয়ুব আলী (৫০)।
আটককৃতদের বরাতে বিজিবি জানিয়েছে, ভারতের গুজরাট থেকে নিজ উদ্যোগে বাংলাদেশে ফেরার জন্য সীমান্তে আসে ৪৫ জন। শনিবার তারা বিএসএফ’র হাতে আটক হয়। একপর্যায়ে সীমান্ত মধ্যবর্তী গেট খুলে দিয়ে বিএসএফ আটককৃতদের বাংলাদেশে ঢুকিয়ে দেয়। পরে কুসুমপুর বিওপি’র হাবিলদার শিশির হালদারের নেতৃত্বে বিজিবি তাদের আটক করে।

এদিকে একইভাবে মহেশপুর ৫৮ বিজিবি’র অধীন বেনীপুর বিওপি এলাকায় সীমান্ত গেট খুলে দিয়ে ৯ জনকে বাংলাদেশে পুশইন করে বিএসএফ।
মহেশপুর ৫৮-বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সীমান্তের গেট খুলে দিয়ে ৫৪ জনকে বাংলাদেশে পাঠিয়ে দেয় বিএসএফ। পরে তারা বিজিবি’র টহল দলের হাতে আটক হয়। আটক ব্যক্তিরা ভারতের হরিয়ানা ও গুজরাটে বসবাস করতেন। ভারতে আটক হওয়ার পর তাদেরকে সীমান্ত গেট খুলে দিয়ে বাংলাদেশে ঢুকিয়ে দেয় বিএসএফ। আটকদের চুয়াডাঙ্গার জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে একই দিন ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীন নিমতলা, শ্যামকুড় ও মাটিলা বিওপি’র পৃথক অভিযানে অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে ১৩ জনকে আটক করে বিজিবি। এর মধ্যে পাঁচজন নারী ও দুইজন শিশু। আটকরা কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জ জেলার বাসিন্দা। আটকৃতদের মধ্যে ৮ জনকে মহেশপুর থানায় ও বাকি ৫ জনকে চুয়াডাঙ্গার জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি জানান, কমলগঞ্জ সীমান্ত দিয়ে আরও ২১ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ। পরে অনুপ্রবেশের দায়ে তাদের আটক করেছে বিজিবি। সোমবার সকালে উপজেলার মতেরবল সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়। পুশইন হওয়াদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। আটককৃত সবাই বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে বিজিবি। বিজিবি জানায়, সোমবার সকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের মতেরবল সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় ২১ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে পুরুষ ৭ জন, নারী ৬ জন ও ৮ জন শিশু রয়েছেন। তাদের বাড়ি কুড়িগ্রামে।

খাগড়াছড়ি প্রতিনিধি জানান, খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সীমান্ত দিয়ে আরও ১৯ জনকে ঠেলে দিয়েছে বাহিনী বিএসএফ। গতকাল ভোরে মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের আচালং সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়। এর আগে ৭১ জনকে গুজরাট থেকে নিয়ে আসা হলেও এই ১৯ জনকে ভারতের হরিয়ানা রাজ্য থেকে এনে জোর করে ঠেলে দেয়া হয়। বর্তমানে তারা সবাই বিজিবি’র কৃষ্ণ দয়াল বিওপি’র আওতাধীন ডিবিপাড়া স্কুলে অবস্থান করছে। খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, ‘পুশইন হওয়া সবাই স্থানীয় একটি বিদ্যালয়ে বিজিবি’র হেফাজতে রয়েছে। 
স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ ও চুনারুঘাট প্রতিনিধি জানান, চুনারুঘাট কালেঙ্গা সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৯ জনকে পুশইন করেছে বিএসএফ। গত রোববার রাতে তাদের পুশইন করা হয়। কালেঙ্গা বিজিবি ক্যাম্পের ইনচার্জ জাকারিয়া ইবনে কাদির জানান, ভোররাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) শিশুসহ ১৯ জনকে সীমান্ত অতিক্রম করিয়ে বাংলাদেশের ভূখণ্ডে পাঠিয়ে দেয়। তাদের কালেঙ্গা বিওপিতে রাখা হয়েছে। ফেরত আসা এসব নাগরিকের বাড়ি কুড়িগ্রাম জেলায়। তারা সবাই ভারতে ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে। খবর পেয়ে কালেঙ্গা ক্যাম্পে আসেন হবিগঞ্জ ৫৫ বিজিবি’র সহকারী পরিচালক হাবিবুর রহমান ও চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম কালেঙ্গা আসেন। 

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি জানান, দামুড়হুদা দর্শনা সীমান্ত দিয়ে পাঁচ বাংলাদেশি নারী-পুরুষকে পুশইন করেছে বিএসএফ। রোববার সন্ধ্যায় নিমতলা সীমান্ত দিয়ে তাদেরকে পুশইন করা হয়। পরে দর্শনার ঈশ্বরচন্দ্রপুর গ্রাম থেকে তাদেরকে আটক করে বিজিবি। পরে তাদেরকে দর্শনা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

পাঠকের মতামত

বাংলাদেশে যে ২৫/৩০ লাখ অবৈধ ভারতীয় কাজ করে ওদেরকে ঘার ধাক্কা দিয়ে বের করে না কেনো??

Nilima
২৭ মে ২০২৫, মঙ্গলবার, ১০:১১ পূর্বাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status