বিনোদন
ঈদে অপি করিমের ফেরা
স্টাফ রিপোর্টার
২৫ মে ২০২৫, রবিবার
সবশেষ ‘মায়ার জঞ্জাল’ ছবিতে দেখা গিয়েছিল দেশের গুণী অভিনেত্রী অপি করিমকে। সেখানে ওপার বাংলার ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে অভিনয় করেন তিনি। এবার বেশ দীর্ঘ সময় পর নতুন সিনেমায় কাজ করছেন তিনি। সিনেমার নাম ‘উৎসব’। পরিচালক তানিম নূর। আর এ ছবিটি আসছে ঈদেই মুক্তি পাবে। সবমিলিয়ে অপি ভক্তদের জন্য বেশ দারুণ একটি খবরই বটে এটি। শুধু অপি করিম নয়, নব্বই দশকের জাহিদ হাসান, আফসানা মিমি, জয়া আহসানও থাকছেন এ ছবিতে। থাকছেন তারিক আনাম খান, চঞ্চল চৌধুরী, আজাদ আবুল কালামের মতো অভিনেতারাও। অপি করিম বেশ আনন্দিত এমন একটি ছবির মধ্যদিয়ে ফিরতে পেরে। এদিকে, এ ছবিতে তাকে দেখা যাবে ‘ভূত-৩’ চরিত্রে। অপি করিম এ বিষয়ে বলেন, চরিত্রের নাম ছাড়া আসলে কিছু বলা যাবে না। তবে ‘ভূত’ অনেক সময় মানুষরূপীও হয়। ছবিটির গল্প, চরিত্রগুলো সবই চমকে ভরা। সেটা পর্দায় দেখলেই সবচেয়ে ভালো। এ ছবির মাধ্যমে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, অভিনয় সব সময় করতে চাই। সব সময় ব্যাটে-বলে হয়ে ওঠে না। ‘উৎসব’ এমন ছবি, যেটার লোভ সংবরণ করতে পারিনি। এতজন কাস্ট নিয়ে এমন জনরার ছবিতে কাজ করছি, সেটা ভালো লাগার ব্যাপার। পুরনো এত শিল্পী একসঙ্গে কাজ করছি একটি ছবিতে। এই ব্যাপারটাও ছবিটি করতে উৎসাহ দিয়েছে আমাকে। কাজে কম দেখা যাওয়ার প্রসঙ্গে অপি বলেন, আমি সব কাজ করতে চাই না। মনের মতো হলে কেবল কাজ করতে আগ্রহী। সেজন্যই নিয়মিত কাজে দেখা যায় না আমাকে।