ঢাকা, ২৫ মে ২০২৫, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিনোদন

বলিউড অভিনেতা মুকুল দেব আর নেই

বিনোদন ডেস্ক

(১০ ঘন্টা আগে) ২৪ মে ২০২৫, শনিবার, ১:১৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৪৮ অপরাহ্ন

mzamin

ফের বলিউডে আছড়ে পড়ল দুঃসংবাদ! প্রয়াত জনপ্রিয় বলিউড অভিনেতা মুকুল দেব। মুম্বইয়ের টেলিভিশন ইন্ডাস্ট্রি থেকে ফিল্মি দুনিয়ায় অতি পরিচিত মুখ মুকুল। কাজ করেছেন পাঞ্জাবি, দক্ষিণী সিনেদুনিয়াতেও। জানা গিয়েছে, দিন কয়েক ধরেই অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতা। তাকে রাখা হয়েছিল আইসিইউতে। মুকুলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ‘সন অফ সর্দার’ ছবির সহ-অভিনেতা বিধু দাড়া সিং।

বলিউড মাধ্যম সূত্রে খবর, একাকীত্বে ভুগছিলেন অভিনেতা। বিধু জানিয়েছেন, বাবা-মায়ের মৃত্যুর পর, মুকুল নিজেকে গুটিয়ে ফেলেছিল। এমনকী ঘর থেকে বেরোতে বা কারও সাথে দেখা করতেও যেত না। গত কয়েকদিন ধরে তার স্বাস্থ্যের অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি হয়। মুকুলের ভাই এবং ওর পরিবার-পরিজনদের প্রতি আমার সমবেদনা। অসাধারণ একজন মানুষ ছিল মুকুল এবং আমরা সবাই ওঁকে খুব মিস করব। সিনেমা-সিরিয়ালে একাধিকবার খলচরিত্রে নজর কেড়েছিলেন মুকুল। টলিউড সুপারস্টার জিতের আওয়ারা সিনেমাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪। মুকুলের বন্ধু তথা অভিনেত্রী দীপশিখা নাগপালও ইনস্টাগ্রামে প্রয়াত অভিনেতার সঙ্গে একটি ছবি পোস্ট করে শোকপ্রকাশ করেছেন। দীপশিখার আক্ষেপ, মুকুল কখনও ওর শরীর-স্বাস্থ্য নিয়ে আমাদের কারও সঙ্গে কথা বলেনি। হোয়াটসঅ্যাপে বন্ধুদের গ্রুপে প্রায়শই কথা হত ওর সঙ্গে। তার পর সকালে এই খবর শুনে ঘুম থেকে উঠলাম। ও আর কখনও আমাদের ফোন ধরবে না।

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status